এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে হাল ছাড়ছেন না খিদ্দা। লড়াই চালিয়ে যাচ্ছেন পুরোদমে, এমনটাই জানিয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।
সৌমিত্রের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের প্রধান ডঃ অরিন্দম কর জানিয়েছেন- ‘তার বয়স এবং কো-মরবিডিটির কথা মাথায় রাখলে তিনি কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তার শারীরিক পরিস্থিতির কোনওরকম পরিবর্তন হয়নি। একইরকম রয়েছে। নতুন করে অবস্থার অবনতি হয়নি।’
গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি সঠিকভাবে কাজ করছে না। তাই বুধবার (২৮ অক্টোবর) অভিনেতার ডায়ালিসিস শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল মেডিক্যাল টিম। সেই মতো নির্বিঘ্নেই প্রথম দফার ডায়ালিসিস সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে ডঃ কর জানান, ‘তার প্রথম ডায়ালিসিস ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং তার চেতনা ফিরছে মাঝেমধ্যে। তিনি ক্রিটিক্যাল তবে আমরা সবরকম চেষ্টা করছি। তার আরোগ্য কামনা করুন সকলে।’
একইদিন বিকেলে বেলেভিউয়ের তরফে জানানো হয়েছিল- ‘রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং অন্যান্য প্যারামিটারগুলো আপাতত স্থিতিশীল কিন্তু তার রেন্টাল ফাংশন কাজ করছে না… তাই রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে আমরা ডায়ালিসস করার সিদ্ধান্ত নিয়েছি। এটা তার চেতনা ফেরার জন্যও সহায়ক হবে।’
টানা ২৪ দিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।