বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্রেন ডেথের আশঙ্কা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 15:48:03

অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা। বর্ষীয়ান এই তারকার চেতনাস্তর পাঁচে নেমে এসেছে। এই স্তর তিন পর্যন্ত নেমে গেলেই ব্রেন ডেথ হিসেবে মেনে নেওয়া হয়। বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানালেন ডা. অরিন্দম কর।

বুধবার ৮৫ বছর বয়সী এই অভিনেতার ট্র্যাকিওস্টমি করা হয়েছিলো। সফলভাবেই তা সম্পন্ন হয়েছিলো। বৃহস্পতিবার তার প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস সম্পন্ন হয়। আশা করা হয়েছিলো প্লাজমাফেরেসিসের পর অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে। কিন্তু শুক্রবার তার কিছুই হলা না।

ডা. কর জানান, এর আগে সৌমিত্র চট্টোপাধ্যারের চেতনাস্তর ৯ থেকে ১০-এর মধ্যে ছিলো। আচমকা তা কেনো নেমে গেল তা বোঝা যাচ্ছে না। অভিনেতার হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে অনেক বেশি। কিডনির অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছে। ইইজি ও সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে কোনও অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি।

লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার এই লড়াইয়ের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়ে ডা. কর বলেন, “আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। কিন্তু সেটা বোধহয় তার স্বাস্থ্যের উন্নতির জন্য যথেষ্ট ছিলো না।”

এ সম্পর্কিত আরও খবর