কেউ ‍জিতেছেন, কেউ হেরেছেন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 12:28:05

যে শরীরে ক্যানসার ছড়ায়, মৃত্যু তাকে হাতছানি দেয়। এমনকি দুর্বল করে ফেলে মানসিক ও শারীরিকভাবেও। বলতে গেলে, মরণব্যধি এই রোগের থাবা থেকে খুব একটা সহজে কেউ বাঁচতে পারে না। কিন্তু এমনও অনেকে রয়েছেন যারা এই কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকার লড়াইয়ে জয়ী হয়েছেন।

আজ আমরা জেনে নেবো বলিউড ইন্ডাস্ট্রির এমন কয়েকজন তারকার কথা যারা মর‌ণব্যধি এই রোগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন আবার কেউ হেরে গিয়েছেন...


ইরফান খান
বলিউড অভিনেতা ইরফান খান নিউরোএন্ড্রোক্রাইন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। মরণব্যাধি এই রোগের কাছে হার মেনে গত ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।



ঋষি কাপুর
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। দুই বছর লন্ডনে এর চিকিৎসাও নিয়েছিলেন তিনি। কিন্তু ইরফান খানের মৃত্যুর একদিন পরই এই কর্কট রোগের কাছে হার মেনে মারা যায় ঋষি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।



সোনালি বেন্দ্রে
সোনালি বেন্দ্রে হাই-গ্রেড মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত। এই ক্যানসার খুব দ্রুত শরীরের এক কোষ থেকে আরেক কোষে ছড়িয়ে পড়ে৷ বলিউডের এই অভিনেত্রীও চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন দীর্ঘদিন। চিকিৎসার জন্য নিজের চুল পর্যন্ত কেটে ফেলেছিলেন। কিন্তু এই মরণব্যাধিকে হার মানিয়ে তিনি এখন সুস্থ জীবনযাপন করছেন।



অনুরাগ বসু
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বাঙালি পরিচালক অনুরাগ বসুও। ২০০৪ সালে তার রক্তে ক্যানসার ধরা পড়ে৷ তার জীবন নিয়ে দেখা দিয়েছিলো সংশয়। তবে অনুরাগ ভালো করেই জানতেন কী করে লড়াই করতে হয়। ক্যানসারের চিকিৎসা চলাকালীন কাজও চালিয়ে গেছেন তিনি৷ অসুস্থ অবস্থায় ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ও ‘গ্যাংস্টার’ ছবি দুটির চিত্রনাট্য লিখেছিলেন এই নির্মাতা৷ ক্যানসারকে হারিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ৷



লিসা রে
তার ক্যানসারকে জয় করার কাহিনি অনেককেই প্রেরণা দেয়৷ বোনম্যারো বা অস্থিমজ্জা ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন লিসা রে৷ যার ফলে একাধিক অস্ত্রোপচার করতে হয়েছিলো তাকে৷ দীর্ঘ চিকিৎসার পর ২০১০ সালে মরণব্যাধি ক্যানসার থেকে রেহাই পান৷ এখন বিভিন্ন অনুষ্ঠানে তিনি তার ক্যানসার জয়ের গল্প শোনান, যা অন্য ক্যানসার আক্রান্তদের অনুপ্রেরণা জোগায়৷


ছেলে ও স্ত্রীর সঙ্গে বিনোদ খান্না

বিনোদ খান্না
বলিউডের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না ব্লাডার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন৷ মরণব্যাধি এই রোগের কাছে হার মেনে ২০১৭ সালে ৭০ বছর বয়সে মারা যান তিনি।


মুমতাজ
২০০২ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন ষাটের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মুমতাজ৷ দীর্ঘদিন কেমোথেরাপি নিয়ে এখন তিনি সুস্থ৷



রাজেশ খান্না
২০১১ সালে ক্যানসার ধরা পড়ে বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার৷ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত এই রোগের কাছে হার মানতে হয় তাকে৷ ২০১২ সালের ১৮ জুলাই তিনি বিদায় নেন এই পৃথিবী থেকে৷



মনীষা কৈরালা
২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরালা৷ একাধিক অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর বর্তমানে সুস্থ আছেন তিনি।



নার্গিস
নার্গিস দত্ত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন৷ প্যানক্রিয়াটিক বা অগ্নাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন ছিলেন৷ ছেলে সঞ্জয় দত্তের প্রথম চলচ্চিত্র মুক্তি পাওয়ার মাত্র তিন দিন আগে মৃত্যু হয় তার৷



সঞ্জয় দত্ত
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। কিছুদিন আগে নিজেই জানিয়েছিলেন সে কথা। তবে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন বলিউডের এই তারকা।


তাহিরা কাশ্যাপ
স্টেজ-০ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যাপ। যার জন্য মাথার চুল কেটে ফেলতে হয়েছিলো তাকে। এমনকি অস্ত্রোপচারের মধ্য দিয়েও যেতে হয়েছে তাহিরাকে। কাটা দাগের সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। ক্যানসারকে হার মানিয়ে তিনি এখন পরিবার নিয়ে সুখে রয়েছেন।



রাকেশ রোশন
স্কোয়ামাস সেল কার্সিনোমার (গলার ক্যানসার) আক্রান্ত হয়েছিলেন হৃতিক রোশনের বাবা নির্মাতা রাকেশ রোশন। প্রথম স্টেজই ছিলো সেটি। এজন্য অস্ত্রোপচার করা হয়েছিলো তার। তিনিও ক্যানসারকে পরাজিত করে এখন সুস্থ রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর