২০২২ সালে মুক্তি পাবে প্রভাসের ‘আদিপুরুষ’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 13:01:09

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (১৮ নভেম্বর) একটি পোস্ট শেয়ার করেছিলেন প্রভাস। যেখানে দক্ষিণের জনপ্রিয় এই সুপারস্টার জানিয়েছিলেন আজ (১৯ নভেম্বর) সকাল ৭টা ১১ মিনিটে তার পরবর্তী ছবি ‘আদিপুরুষ’র মুক্তির তারিখ ঘোষণা করবেন।

যেমন কথা তেমন কাজ ঠিক সময়ে ‘আদিপুরুষ’-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন প্রভাস। জানালেন ২০২২ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

‘আদিপুরুষ’ ছবির পোস্টার

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’-এ রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। ছবিটিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। শোনা যাচ্ছে- এতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এ সম্পর্কিত আরও খবর