মনে হচ্ছে, এটি একটি ভালো কাজ হতে যাচ্ছে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 14:42:25

জসীম আহমেদ।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া স্বল্পদৈর্ঘ্য ছবির বাংলাদেশি নির্মাতা।

পরপর দু’বার মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অংশ নিয়েছে তার কাজ।

‘দাগ’ ও ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ নামের ছবি দুটি পরিবেশনা করেছে ‘ওয়ার্ল্ড হোম অব শর্টস মুভিজ’ খ্যাত শর্টস ইন্টারন্যাশনাল।

‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’র দৃশ্য

 

জসীম আহমেদ এবার নির্মাণ করেছেন আরেকটি ছোট দৈর্ঘ্যের ছবি।

নাম ‘চকোলেট’।

এবারের ছবিরও পরিবেশনা স্বত্ব নিয়েছে শর্টস ইন্টারন্যাশনাল।

প্রতি বছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শন করে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠানটি। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ‘শর্টস টিভি’ নামে তাদের নিজস্ব চ্যানেল রয়েছে।

বাংলাদেশের কোনও নির্মাতার পরপর তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি বৈশ্বিক পরিবেশনা পাওয়ার নজির বিরল।

গত বছর ‘দাগ’-এর মধ্য দিয়ে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে জসীম আহমেদের যাত্রা হয়। কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরের শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শনের পর এ ছবির পরিবেশনার দায়িত্ব নেয় ব্রিটিশ প্রতিষ্ঠানটি। গত বছরের নভেম্বরে তারা মার্কিন মূলধারার টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে শুরু করে এর বিশ্ব পরিবেশনা।

এ বছরের মে মাসে কানের ৭১তম আসরে অংশ নেওয়া রোহিঙ্গাদের ঘিরে প্রামাণ্য চলচ্চিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’-এর পরিবেশনার দায়িত্বও নেয় শর্টস ইন্টারন্যাশনাল।

গত জুলাইয়ে তারা জসীম আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান ভিউস অ্যান্ড ভিশন্সের সঙ্গে চুক্তি করে। ছবিটি তুরস্কে পুরস্কার জিতেছে ও বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে অংশ নিয়েছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/19/1537361864708.jpg

ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠানটি সম্প্রতি সম্প্রচার চুক্তি করলো জসীম আহমেদের নির্মাণাধীন ছবি ‘চকোলেট’-এর জন্য।

২০ মিনিটের ফিকশনটি ‘আই স্ট্যান্ড ফর ওম্যান’ হ্যাশট্যাগ মুভমেন্টের চ্যালেঞ্জ নিতে নির্মাণ করেছেন তিনি।

ইউরোপ আমেরিকায় নিজেদের টেলিভিশন শর্টস টিভিতে সম্প্রচার ছাড়াও জসীম আহমেদের ছবি তিনটি থিয়েটার, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল, ভিডিও অন ডিমান্ড (ভিওডি) ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্টাফ পরিচালক পল লুঙ্গু।

এ প্রসঙ্গে জসীম আহমেদ বলেন,

“একটু পেছন থেকে আসি। আমার প্রথম ছবি ‘দাগ’ কান চলচ্চিত্র উৎসবে দেখার পর শর্টস ইন্টারন্যাশনাল আমার সঙ্গে ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলে। এরপর ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ও অনেক ফেস্টিভ্যালে গেছে। সেটার প্রতিও তারা আগ্রহ দেখিয়েছে।

কিন্তু মজার বিষয় হলো- ‘চকোলেট’ এখনও পর্যন্ত কোনও ফেস্টিভ্যালে পাঠাইনি। শুধু রাফ-কাট পর্যায়ের কাজ দেখেই শর্টস ইন্টারন্যাশনাল ছবিটি নেওয়ার আগ্রহ প্রকাশ করায় মনে হচ্ছে, এটি একটি ভালো কাজ হতে যাচ্ছে।”

‘চকোলেট’-এর বিষয়বস্তু নারী নির্যাতন।

এক নারীর গল্প নিয়ে সাজানো হয়েছে ‘চকোলেট’। সে মানসিকভাবে বিপর্যস্ত। ছবিটিতে দেখাতে চেয়েছি, মেয়ে শিশুরা বাসার ভেতরেও নিরাপদ কিনা। বাসার ভেতরেই সে যদি আপন কারও মাধ্যমে যৌন হয়রানির শিকার হয় তাহলে তার মানসিক অবস্থাটা ধীরে ধীরে পরিবর্তন হয়। পরে ওই মেয়েটি যখন একটা সময় নিজেও মা হয়ে যায়, তখন তার অবস্থার কী পরিবর্তন হয় সেটি দেখানোর চেষ্টা করেছি। তাই বলা যায়. এটি একটি মেয়ে শিশুর গল্প।”

‘চকোলেট’র দৃশ্য

 

‘চকোলেট’ ছবিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম, শিল্পী সরকার অপুসহ অনেকে।
নিজের আগের দুটি স্বল্পদৈর্ঘ্য ছবির মতো এবারেরটিও কান উৎসবে নেওয়ার ইচ্ছে আছে জসীম আহমেদের।

তিনি বলেন,

“যে দুটি ছবি অংশ নিয়েছে, ভালো ছিলো বলেই হয়তো সেই সুযোগ এসেছে। শুরু থেকেই বলে আসছি, শর্ট ফিল্ম কর্নারে ছবি যাওয়া মানে ডিস্ট্রিবিউটরদের সুবিধা নেওয়া। আমি সেই অ্যাডভানটেজ নিতে পেরেছি। তাই আমি চাইবো, আমার পরের ছবিও এভাবে ডিস্ট্রিবিউশন হতে থাকুক গ্লোবাল মার্কেটে।”

শর্ট ফিল্ম দেখানোর মাধ্যম কম উল্লেখ করে কিছুটা হতাশা ব্যক্ত করলেন জসীম আহমেদ।

“অনেকদিন ধরেই ভাবছিলাম, আমরা যারা শর্ট ফিল্ম বানাই তারা সেটি দেখানোর জায়গা পাই না। যে টাকা লগ্নি করা হয় তা ফেরত পাওয়ার কোনও উপায় থাকে না। এক্ষেত্রে শুধু আমার জন্য ভাবছি তা নয়। অন্য যারা পরিচালক আছেন, যারা শুধু শর্ট ফিল্ম নিয়েই কাজ করে থাকেন, তাদের জন্য শর্টস ইন্টারন্যাশনালের প্ল্যাটফর্ম একটি নতুন দরজা খুলে দেবে বলে আমার মনে হয়।

তরুণ নির্মাতাদের নিয়ে সম্ভাবনার কথাও বললেন জসীম আহমেদ।

“আমি সবসময় বিশ্বাস করি, এমন বড় বড় জায়গায় তরুণ প্রজন্মের নির্মাতারা যত যেতে পারবে তাদের তত পেশাদারি মানোন্নয়ন হবে। বাংলা সিনেমাকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে সুযোগ তা এসব জায়গা থেকেই তৈরি হবে। সেটাই আমাদের কাজে লাগাতে হবে।”

এ সম্পর্কিত আরও খবর