বাংলাদেশের পপ-রক সঙ্গীতে এক উন্মাদনার নাম মিলা। তার গানে মেতে ওঠে দেশের আনাচ-কানাচ। শহর থেকে গ্রাম; মিলার কণ্ঠ বাজে সবখানে। নতুন করে শ্রোতাদের আবারো উন্মাদনায় মাতিয়ে দিতে এসেছে মিলার এই গান।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে পুরো বিশ্বের মানুষ এক হতাশাময় অন্ধকারে রয়েছে। এমন স্থবির সময়ে মানুষের মনকে উদ্বেলিত করতেই মিলার এই প্রয়াস।
‘আইস্যালা’ শিরোনামের নতুন গানটির কথা লিখেছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন মিলা নিজেই। তার সঙ্গে গানটির কো-প্রোডিউসার ছিলেন নাভেদ পারভেজ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম র্যাফ। যিনি মূলত মডেল ফটোগ্রাফার হিসেবে পরিচিত।
মিলা জানান, এটি একটি ক্লাব ঘরানার গান। তাই এর ভিডিওটাও জমকালো আয়োজনে মডার্ন ধাঁচে করা হয়েছে। যেহেতু গানটি ক্লাব নাম্বার, তাই দেশের সমস্ত ডিজে’কে এই গান উৎসর্গ করেছেন মিলা।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘আইস্যালা’ গানটি উন্মুক্ত করা হয়েছে।
গানটি নিয়ে মিলা বলেন, করোনার লকডাউন পরিস্থিতিতে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে, এমন একটা গান করা দরকার, যেটা মানুষকে শত হতাশার মধ্যেও আনন্দ, উদযাপন করতে অনুপ্রাণিত করবে। এটা তেমনই এক গান। বলে রাখা ভালো, এটা আমার প্রথম ক্লাব নাম্বার।