‘ডুব’ যাচ্ছে অস্কারে

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 06:11:21

‘ডুব’।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত ছবি।

অস্কারের ৯১তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হলো এই চলচ্চিত্র।

অস্কারে ‘বিদেশি ভাষার ছবি বিভাগে’ লড়বে ‘ডুব’।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এই সংবাদ সম্মেলনে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, অভিনয়শিল্পী তিশা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

এবার বাংলাদেশ থেকে অস্কারে অংশ নেওয়ার জন্য দুটি ছবি জমা পড়ে।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছাড়াও জমা পড়েছে নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’।

ইরফান খান ও পার্নো মিত্র

 

বাংলাদেশ থেকে অস্কারে ছবি পাঠানোর জন্য তৈরি কমিটির সদস্যরা শনিবার (২২ সেপ্টেম্বর) ছবি দুটি দেখেছেন। এরপর তারা ‘ডুব’কে পাঠানোর সিদ্ধান্ত নেন।

এবার কমিটিতে ছিলেন হাবিবুর রহমান খান, মুশফিকুর রহমান গুলজার, ইফতেখার উদ্দিন নওশাদ, পঙ্কজ পালিত, শামীমা আক্তার, আবু মুসা দেবু।

মোস্তফা সরয়ার ফারুকীর চিত্রনাট্য ও পরিচালনায় ‘ডুব’ ছবিটি গত বছরের অক্টোবরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পায়।

ছবিটি বাংলাদেশের নন্দিত নির্মাতা-সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশের ছায়া নিয়ে নির্মিত হয়েছে বলে অনেক দর্শক-সমালোচক মনে করেন।

‘ডুব’-এ লেখক জাভেদ হাসানের চরিত্রে বলিউড অভিনেতা ইরফান খান, সাবেরি চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, নিতু চরিত্রে পার্নো মিত্র ও মায়া চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী।

যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

এর সহ-প্রযোজক ইরফান খান।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর।

অস্কার অনুষ্ঠানের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

এ সম্পর্কিত আরও খবর