১৪ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন দিলীপ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-30 07:33:37

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার।

গত ৫ সেপ্টেম্বর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

তিন দিন আইসিইউতেও রাখা হয়েছিলো তাকে।

হাসপাতালে ১৪ দিন থাকার পর বাড়ি ফিরেছেন দিলীপ কুমার।

স্ত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমার

 

তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান।

রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি।

ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র।

স্ত্রী সায়রা বানুর সঙ্গে দিলীপ কুমার

 

সবশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।

২০১৬ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার।

১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।

এ সম্পর্কিত আরও খবর