“কেনো আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?” মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দিল্লির কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করে বিক্ষোভরত কৃষকদের সমর্থন করে এমনটাই প্রশ্ন তুলেছেন পপ-গায়িকা রিহান্না। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রনৌত।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে ক্ষুব্ধ কঙ্গনা লিখেছেন, “কেউ এই বিষয় নিয়ে কথা বলছেন না কারণ এরা কৃষক নয়, সন্ত্রাসবাদী। যারা দেশকে ভাগ করতে চাইছে। যাতে চিন সেই টুকরো টুকরো হয়ে যাওয়া দেশ দখল করে নিতে পারে। আর সেখানে চিনা উপনিবেশ তৈরি করতে পারে। ঠিক যেমন আমেরিকার ক্ষেত্রে হয়েছিলো…তাই চুপ করে থাকো, আমরা তোমাদের মতো নির্বোধ নই যে নিজেদের দেশকে বেঁচে দেবো।
শুধু রিহান্না নয়, এর আগে পরিবেশ আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ গ্রেটা থুনবার্গ টুইটারে জানিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছেন তিনি। এছাড়াও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।