বড় পর্দায় সাদাত হোসাইনের অভিষেক

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-17 15:13:10

সাদাত হোসাইন; মূলত লেখক, কখনও কখনও উপস্থাপক এবং পরিচালক।
সাহিত্যপাড়ায় তার পরিচিতি দীর্ঘদিন ধরেই।

২০১৫ থেকে ২০১৮, এই চার বছরে তিনি লিখেছেন তুমুল পাঠকপ্রিয় চারটি বড় উপন্যাস।

আরশিনগর, অন্দরমহল, মানবজনম ও নিঃসঙ্গ নক্ষত্র; বইমেলার বাইরেও এগুলোর চাহিদা বছরজুড়ে।

এছাড়াও তিনি লিখছেন একের পর এক, ঘুরছেন সাহিত্যের বিভিন্ন শাখায়।

এসবের ফাঁকে ফাঁকেও সাদাত হোসাইন বিচ্ছিন্নভাবে মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাণে।
তার নির্মিত ৫ মিনিটের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোধ’, আলোড়ন তুলেছিলো বিশ্বব্যাপী।

এই ‘বোধ’ চলচ্চিত্রের জন্য তিনি জিতেছেন ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এওয়ার্ড’।

পরবর্তীতে তিনি পেয়েছেন শিল্পকলা একাডেমির ‘বেস্ট ফিল্ম মেকার এওয়ার্ড’।

এই পুরস্কারের নেপথ্যে অবশ্য তার অন্য একটি নির্মাণ, বিশ মিনিটের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা শ্যুজ’।

 

এসবের সূত্র ধরেই এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাদাত হোসাইনের।
প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের প্রযোজনায় তিনি প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

চলচ্চিত্রটির নাম ‘গহীনের গান’।

এটি মিউজিকাল ফিল্ম।

নির্মিত হচ্ছে কন্ঠশিল্পী আসিফ আকবরের ৯ টি গানের সমন্বয়ে।
সাদাত বলছেন-

পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের সুযোগ এতো দ্রুত জুটে যাবে ভাবিনি। আমার ভাবনা ছিলো কম করে হলেও আরও বছর পাঁচেক পরে। কিন্তু আমি সবসময়ই এই অনুভবটি টের পাই যে, কোথাও কেউ না কেউ নিয়ন্ত্রণ করছেন আমাদের পথ। সেই পথের যাত্রায় শেষ অব্ধি বড় পর্দার জন্য নির্মাণ করতে যাচ্ছি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম 'গহীনের গান'।

এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আসিফ আকবর নিজেও।

এছাড়াও থাকছেন- তানজিকা আমিন, হাসান ইমাম, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন এবং আরও অনেকেই।

সাদাত জানাচ্ছেন-

এই মিউজিক্যাল ফিল্মের আরো গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় নিয়ে থাকছে চমক। তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

‘গহীনের গান’-এর নির্মাণই শুধু নয়, এর গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন সাদাত হোসাইন।
একটি গানও লিখেছেন তিনি।

তার আশা-

আসিফ আকবরের একদমই ভিন্ন ধরনের নতুন নয়টি গান নিয়ে নির্মিতব্য এই 'পূর্ণদৈর্ঘ্য মিউজিকাল ফিল্ম' মানুষ কিছুটা হলেও গ্রহণ করবে। বাকীটুকু হয়ে থাকবে শিক্ষা, অভিজ্ঞতা। যা আরও আরও বহুদূরের পথ পাড়ি দেয়ার অনুপ্রেরণা, শক্তি হয়েই রইবে।

এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদও পেয়ে গেছেন সাদাত হোসাইন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানালেন এই তথ্য।

এ সম্পর্কিত আরও খবর