‘স্বচ্ছ জলে নাইতে ভালোবাসি’

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-24 09:02:24

জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী।

কবরী সারোয়ার পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে অভিষেক।

তখন ২০০৫, সেই থেকে চলছেই।

কাজ করেছেন বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’, আজাদ কালামের ‘বেদেনী’, মোর্শেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’ সহ বেশ কিছু চলচ্চিত্রে।

এছাড়াও তাকে দেখা গেছে অনিমেষ আইচের ‘একটি ঝড়াক্রান্ত শেফালী গাছ’, শতাব্দি জাহিদের ‘স্বপ্নবুনন’, রনির ‘জাগরণের রংটা ধূসর ছিলো’ সহ বহু নাটকে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার শুরুটা ২০১০-এ, ‘ব্রেক আপ’-এর মাধ্যমে।

এবার তিনি পাড়ি জমালেন পদ্মায়, ভরা পূর্ণিমায়।

ঘটনা হচ্ছে-

শাহাদাত রাসএল নির্মিত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাড়ি- The River, a story of human disaster’।

মুক্তিযুদ্ধকালীন সময়টাই হলো এই গল্পের প্রেক্ষাপট।

এতে অভিনয় করেছেন জ্যোতি, শুটিং করেছেন রাত জেগে।

বলছেন-

চমৎকার একটি গল্পে আমি ‘বিনু’ চরিত্রে অভিনয় করেছি। আমার সহশিল্পী আশীষ খন্দকার। আশা করি সিনেমাটি আপনাদের হৃদয় স্পর্শ করবে।

‘পাড়ি’র কারণেই হয়তো জ্যোতির মাথায় আপাতত ঘুরছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

অনেকেই আজকাল তা নির্মাণ করছেন যা ইচ্ছে তাই রকম ভাবে।

জ্যোতি বলছেন-

এখন চলছে শর্টফিল্ম উন্মাদনা। ফিল্ম হোক না হোক, প্রচুর ১০/১৫ মিনিটের ভিডিও ফুটেজ তৈরী হচ্ছে।

ভাবছেন তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে।

বলছেন-

ভীষণ প্রচলন হলো ফটোগ্রাফির। একটা ক্যামেরা হাতে থাকলেই ফটোগ্রাফার! ছবি যাই হোক, ভালো বা বিশ্রী, তাতে লেখা অমুক ফটোগ্রাফি, তমুক ফটোগ্রাফি। তারপর হুজুগ উঠলো ডিজিটাল ফিল্মের। সবাই ফিল্মমেকার হয়ে উঠলো। কত কত ফিল্ম! তার সামনে পিছনে কত কত গল্প!

এইসব ব্যাপার প্রত্যক্ষ করেছেন জ্যোতি, করছেন এখনও; খুব কাছ থেকেই।

তার ভাষ্য-

যারা সত্যিই ফটোগ্রাফার, যেগুলো সত্যিই ফিল্ম; সেগুলোই শুধু টিকে থাকে। বাকীসব কিছুদিন শুধু জল ঘোলা করে মাত্র। আমি ঘোলা জল এড়িয়ে স্বচ্ছ জলে নাইতে ভালোবাসি।

‘পাড়ি’র শুটিং করতে গিয়ে দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে পুরো শুটিং ইউনিটকে।

নির্মাতা শাহাদাত রাসএল লিখছেন-

ধরুন আপনি আপনার ফিল্মের শুটিং-এর লোকেশন হিসেবে কয়েক জেলা খুঁজে একটা ঘর বের করলেন। সেই ঘরকে কেন্দ্র করে আপনার ফিল্মের প্রতিটি শট ডিভিশন থেকে স্টোরিবোর্ড করলেন, লাইট ডিজাইন করলেন। তারপর ইউনিট নিয়ে শুটিং-এ গিয়ে জানতে পারলেন যে, দুদিন আগেই সেই ঘর উত্তাল পদ্মায় ভেঙে ভেসে গেছে। তখন আপনার কেমন লাগবে?

এমনই অভিজ্ঞতা হয়েছে ‘পাড়ি’ করতে গিয়ে।

তবুও নির্মাণ শেষের দিকে এগিয়েছে জ্যোতি অভিনীত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

উল্লেখ্য-

সামনেই আসছে জ্যোতির দুইটি মনে রাখার মতো চলচ্চিত্র।

একটি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেছেন কলকাতার প্রদীপ্ত ভট্টাচার্য।

এতে রাজলক্ষ্মী চরিত্রে জ্যোতিকা জ্যোতি’র বিপরীতে শ্রীকান্ত হিসেবে আছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

অন্যটি জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিকের ‘মায়া, দ্য লস্ট মাদার’।

আরও পড়ুনঃ

বড় পর্দায় সাদাত হোসাইনের অভিষেক

‘ভালো কাজ হলে করবো, নয়তো আর কাজই করবো না’

‘বেঙ্গলি বিউটি’র স্বল্পদৈর্ঘ্য..

একসঙ্গে বড়পর্দায়..

দেখুন জাফর ইকবালের দশ চলচ্চিত্র

এ সম্পর্কিত আরও খবর