ছিলেন সিদ্ধিমা, বদলে হলেন কারিনা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:54:04

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আদর করে বাড়ির সকলে তাকে ডাকেন বেবো বলে। কিন্তু জানেন কী ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর নাম সিদ্ধিমা রেখেছিলেন তার দাদা প্রখ্যাত অভিনেতা রাজ কাপুর।

১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম কারিনা কাপুর খানের। গণপতি উত্সবের সময় জন্মেছিলেন রণধীর-ববিতার ছোট মেয়ে। আর কারিনার জন্মের মাত্র ৬ দিন আগেই জন্ম, নীতু কাপুর ও ঋষি কাপুরের কন্যা ঋদ্ধিমার। সেই সময় রাজ কাপুর ঋদ্ধি ও সিদ্ধির (গণপতির দুই স্ত্রী) নাম থেকে অনুপ্রেরণা নিয়ে দুই নাতনির নাম রেখেছিলেন ঋদ্ধিমা ও সিদ্ধিমা।

নীতু কাপুর শ্বশুরের ইচ্ছা মেনে মেয়ের এই নামে মঞ্জুরি দেন। তার প্রথম সন্তান অর্থাৎ রণবীর কাপুরের দিদির নাম ঋদ্ধিমা সাহানি কাপুর।

কিন্তু বাড়ির বড় বৌ ববিতার পছন্দ ছিলো না সিদ্ধিমা নামটি। তাই তিনি এই নাম পাল্টে রাখেন কারিনা।

জানা যায়, কারিনার জন্মের আগে অন্তঃসত্ত্বা অবস্থায় লিও টলস্টয়ের লেখা বই ‘আন্না কারেনিনা’ পড়ছিলেন ববিতা। সেই থেকে অনুপ্রেরণা নিয়েই ছোট মেয়ের নাম তিনি রাখেন কারিনা।

এ সম্পর্কিত আরও খবর