কালজয়ী ২০০ গান (প্রথম পর্ব)

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2024-03-07 14:48:09

বাংলা সিনেমা স্বর্ণালী সময় পেরিয়েছে বহু আগেই।

সে সময়কার একেকটা সিনেমায় মুগ্ধ হতো দর্শক।

সিনেমা দেখা শেষে দীর্ঘদিন গল্প হতো বন্ধুদের সঙ্গে, গুণগুণ করে গাওয়া হতো সেসব সিনেমার গান।

কী যে একেকটা গান হতো তখন!

সেসব আজ কালজয়ীর খাতায় নাম লিখিয়েছে।

বাংলা সিনেমায় ব্যবহৃত সেসব কালজয়ী গানের তালিকা দীর্ঘ।

সেগুলো থেকে ২০০টি গানের স্বল্প বর্ণনা এবং শোনবার-দেখবার ঠিকানা দেওয়া হবে ধারাবাহিকভাবে।

 আজ প্রথম পর্বে থাকছে ২০টি গান।

আকাশের হাতে আছে একরাশ নীল

  • শিল্পী: আঞ্জুমান আরা বেগম এবং বশির আহমেদ
  • ছায়াছবি: আয়না ও অবশিষ্ট
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

চোখ যে মনের কথা বলে

  • শিল্পী: খন্দকার নূরুল আলম
  • ছায়াছবি: যে আগুনে পুড়ে
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: খন্দকার নূরুল আলম

 

পিচঢালা এ পথটারে ভালোবেসেছি

  • শিল্পী: আব্দুল জব্বার
  • ছায়াছবি: পিচঢালা পথ
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: রবীন ঘোষ

 

নীল আকাশের নীচে আমি

  • শিল্পী: খন্দকার ফারুক আহমেদ
  • ছায়াছবি: নীল আকাশের নীচে
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

আমি সাত সাগর পাড়ি দিয়ে

  • শিল্পী: মাহমুদুন্নবী ও আবিদা সুলতানা
  • ছায়াছবি: আলো তুমি আলেয়া
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সুবল দাস

 

ওরে নীল দরিয়া

  • শিল্পী: মোঃ আব্দুল জব্বার
  • ছায়াছবি: সারেং বউ
  • সুরকার: আলম খান
  • গীতিকার: মুকুল চৌধুরী

 

তুমি আসবে বলে ভালোবাসবে বলে

  • শিল্পী: আঞ্জুমান আরা বেগম
  • ছায়াছবি: সুতরাং
  • গীতিকার: সৈয়দ শামসুল হক
  • সুরকার: সত্য সাহা

 

আমার মন বলে তুমি আসবে

  • শিল্পী: রুনা লায়লা
  • ছায়াছবি: আনারকলি
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

 

তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো

  • ছায়াছবি: অংশীদার
  • শিল্পী: সাবিনা ইয়াসমীন
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সত্য সাহা

 

বিমূর্ত এই রাত্রি আমার

  • ছায়াছবি: সীমানা পেরিয়ে
  • শিল্পী: আবিদা সুলতানা
  • গীতিকার: ভূপেন হাজারিকা
  • সুরকার: ভূপেন হাজারিকা

 

একবার যদি কেউ ভালোবাসতো

  • শিল্পী: সৈয়দ আব্দুল হাদী এবং সামিনা চৌধুরী
  • ছায়াছবি: জন্ম থেকে জ্বলছি
  • গীতিকার: আমজাদ হোসেন
  • সুরকার: আলাউদ্দিন আলী

 

তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়

  • শিল্পী: আব্দুল জব্বার
  • ছায়াছবি: এত টুকু আশা
  • গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান
  • সুরকার: সত্য সাহা

 

গানেরই খাতায় স্বরলিপি লিখে

  • শিল্পী: রুনা লায়লা
  • ছায়াছবি: স্বরলিপি
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: সুবল দাস

আছেন আমার মোক্তার

  • শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
  • ছায়াছবি: গোলাপী এখন ট্রেনে
  • গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
  • সুরকার: আলাউদ্দিন আলী

কথা বলো না বলো ওগো বন্ধু

  • শিল্পী: ফেরদৌসী রহমান
  • ছায়াছবি: মধুমিলন
  • গীতিকার: শহীদুল ইসলাম
  • সুরকার: বশীর আহমেদ

 

অশ্রু দিয়ে লেখা এ গান

  • শিল্পী: সাবিনা ইয়াসমীন
  • ছায়াছবি: অশ্রু দিয়ে লেখা
  • গীতিকার: ড. মোহাম্মদ মনিরুজ্জামান
  • সুরকার: আলী হোসেন

এই পৃথিবীর পান্থশালায়

  • শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
  • ছায়াছবি: যোগবিয়োগ
  • গীতিকার: ড. আবু হেনা মোস্তফা কামাল
  • সুরকার: সুবল দাস

 

হায়রে মানুষ রঙিন ফানুস

  • শিল্পী: এন্ড্রু কিশোর
  • ছায়াছবি: বড় ভালো লোক ছিলো
  • গীতিকার: সৈয়দ শামসুল হক
  • সুরকার: আলম খান

কী যাদু করিলা

  • শিল্পী: সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর
  • ছায়াছবি: প্রাণ সজনী
  • গীতিকার: মনিরুজ্জামান মনির
  • সুরকার: আলম খান

 

চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা

  • শিল্পী: রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
  • ছায়াছবি: আশীর্বাদ
  • গীতিকার: সৈয়দ শামসুল হক
  • সুরকার: আলম খান


দ্বিতীয় পর্ব এখানে..


 

এ সম্পর্কিত আরও খবর