মুশফিক ফারহানের আইসিইউতে ভর্তি নিয়ে যা বললেন মাহি

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিক আর ফারহান । ছবি: ফেসবুক

মুশফিক আর ফারহান । ছবি: ফেসবুক

একটু আগেই একাধিক মাধ্যমে খবর প্রকাশিত হয়, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল (শুক্রবার) রাতে নাকি তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়!

সেই খবরে বলা হয়েছে- মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

বিজ্ঞাপন
মুশফিক আর ফারহান

এ বিষয়ে বার্তা২৪.কম থেকে ফারহানের ফোনে কল দিলে সেটি তিনি বা অন্য কেউ ধরেনি। এরপর ঘটনাটি নিয়ে জানতে ফারহানের অনেক নাটকের নায়িকা সামিরা খান মাহির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘আমি নিজেও খবরটি শুনে ঘাবড়ে গেছি। তাই তাড়াতাড়ি প্রথমে ফারহানের ফোনেই কল করি, কিন্তু তাকে পাইনি। পরে তার পরিবারের মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তাদের কেউই আমার ফোন ধরেননি। তাই আমিও বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেছি। এরচেয়ে বেশিকিছু এখন বলতে পারছি না। বিস্তারিত জানলে আপনাকে জানাবো।’