যুদ্ধের ময়দানে কঙ্গনা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-27 03:59:39

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।

ক্যারিয়ার শুরু করেছেন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে।

৩১ বছর বয়সী এই তারকার এখনকার ব্যস্ততা আগামী ছবি নিয়ে।

নাম ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’।

এতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।

এরইমধ্যে প্রকাশ করা হয়েছে এই ছবির কয়েকটি পোস্টার।

মঙ্গলবার (২ অক্টোবর) ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ‘মনিকর্ণিকা’র টিজার।

এতে যোদ্ধা রানির আমেজে পুরোপুরি নতুনরূপে ধরা দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

‘রানি লক্ষ্মীবাই’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে কঙ্গনা বলেছেন-

“মণিকার্ণিকার জীবনের থেকেও মহৎ এক গল্প নিয়ে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি। আমি নিশ্চিত, ছবিপ্রেমীদের অনুপ্রাণিত ও আনন্দিত করবে “মণিকার্ণিকা” ছবিটি। বীরত্ব ও মানবিকতার গল্প। এ গল্পের মাধ্যমে ভারতের মহান এ মুক্তিযোদ্ধাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।”

'মনিকর্ণিকা' ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত।

কঙ্গনা ছাড়াও এই সিনেমায় রয়েছেন যীশু সেনগুপ্ত, অতুল কুলকার্নি, সুরেশ ওবেরয়, অঙ্কিতা লোখান্ডে।

রাধা কৃষ্ণা জাগারলামুড়ি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ২৫ জানুয়ারি।

আশা করা হচ্ছে ‘মনিকর্ণিকা’ কঙ্গনার ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করবে।

এর আগে তিনি অভিনয় করেছেন ‘কুইন’, ‘ফ্যাশন’, ‘কৃষ’ ও ‘তনু ওয়েডস মনু’র মতো ছবিতে।

অভিনয়ে দক্ষতা দেখিয়ে এরইমধ্যে ঘরে তুলেছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও আছে ঝুলিতে।

এ সম্পর্কিত আরও খবর