হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়

, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 09:00:48

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত একাধিক নক্ষত্র হারিয়েছে বিনোদন জগৎ। আবার এই ভয়ানক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন তারকা। এরইমধ্যে শোনা গেলো একটি খাবার খবর।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। আর এন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শ্বাসকষ্টে পাশাপাশি সন্ধ্যা রায়ের জ্বর আছে। রয়েছে সর্দিও। বুকে কফ জমেছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ইতিমধ্যে সন্ধ্যা রায়ের করোনা টেস্ট করানো হয়েছে তবে এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি।

নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে গিয়েছিলো তার পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফিরে আসেন সন্ধ্যা রায়।

সিনেমার জগতে সন্ধ্যা রায়ের প্রবেশ ছয়ের দশকে। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বিএফজেএ এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন তিনি।

এ সম্পর্কিত আরও খবর