রূপে ও গুণে দুটিতেই অনন্য ঋতাভরী চক্রবর্তী। একদিকে যেমন ক্যারিয়ার সামলাচ্ছেন, অন্যদিকে পড়াশোনাও ঠিক মতো চালিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।
টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করছিলেন তা কারও অজানা নয়। করোনাকালে হাসপাতালের বিছানায় বসেই অনলাইন ক্লাস করতে দেখা গিয়েছিলো তাকে। অবশেষে গ্র্যাজুয়েটের প্রশংসাপত্র পেলেন তিনি।
মঙ্গলবার (৮ জুন) ভোরে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে তার সমাবর্তন অনুষ্ঠান। যেখানে ‘গ্র্যাজুয়েশন রোব’ পরে যোগ দিলেন তিনি।
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত ঋতাভরীর মা শতরূপা স্যানাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আজ ঋতাভরী ইউসিএলএ (ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া) থেকে গ্রাজুয়েট হলো। দুটো সার্জারি, লকডাউনের মানসিক চাপ, সব কিছুকে মোকাবিলা করেই একটানা ক্লাস করতো কাক ভোর থেকে! পুরো অনুষ্ঠানটি ছিলো অনলাইন। আমি উপস্থিত থেকে দেখলাম!! মেয়ে এই বছরের সেরার পুরস্কার জিতলো, তারও গৌরবের সাক্ষী রইলাম!!’
ঋতাভরী নিজেও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
ঋতাভরীর এই অর্জনে আনন্দিত তার ভক্তরা। সবাই তাকে শুভকামনা জানাচ্ছেন।