বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দর সঙ্গে দাবার বোর্ডে মুখোমুখি আমির

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:44:17

বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দর সঙ্গে দাবার বোর্ডে মুখোমুখি আমির

দাবা খেলতে ভীষণ পছন্দ করেন আমির খান। বাড়িতে অবসর সময়ে কিংবা শুটিং থেকে একটু বিরতি পেলেই দাবা খেলা শুরু করে দেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

তবে এতোদিন তার দাবা খেলার সঙ্গী বাড়ির সদস্য বা সহশিল্পীরা হলেও, এবার তার সঙ্গী হতে যাচ্ছেন, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। তার সঙ্গে দাবা খেলায় মাতবেন বলিউডের এই সুপারস্টার।

তবে সরাসরি নয়, ভার্চুয়াল ম্যাচে মুখোমুখি হবেন ক্রীড়া ও বিনোদন জগতের এই দুই তারকা। জানা গেছে- করোনা ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করতেই এই দাবা খেলার আয়োজন করা হয়েছে।

খেলাটির আয়োজন করেছে অক্ষয় পাত্র ফাউন্ডেশন। ১৩ জুন বিকেল ৫টা থেকে চেসকম ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে দুই তারকার এই বিশেষ অনুষ্ঠান। খেলাটি চলবে রাত ৮টা পর্যন্ত।

শুধু আমির খান একা নন, প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা ও অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গেও দাবা খেলবেন বিশ্বনাথন আনন্দ।

এ সম্পর্কিত আরও খবর

right arrow