আজ ঢাকায় হচ্ছে না পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’-এর কনসার্ট, তবে...

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘কাভিশ’-এর প্রধাণ দুই সদস্য জাফর জাইদি ও মাজ মওদুদ

‘কাভিশ’-এর প্রধাণ দুই সদস্য জাফর জাইদি ও মাজ মওদুদ

প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’–এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির।

কাবিশকে নিয়ে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ১০ ও ১১ জানুয়ারি ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’–এর আয়োজনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্ট একই ভেন্যুতে ২৪ ও ২৫ জানুয়ারি হবে।

বিজ্ঞাপন

‘কাভিশ’ তাদের মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে দারুণ সাড়া ফেলেছে।

পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

বিজ্ঞাপন

কনসার্টের সূচি

২৫ জানুয়ারি, প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে।

২৫ জানুয়ারি, দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশ-এর আরেকটি মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা



১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত এই ব্যান্ড তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। "বাচপান" এবং "তেরে পেয়ার মে" গানগুলোর মতো কালজয়ী সুর নিয়ে কাভিশ প্রথমবারের মতো ঢাকা শহরে তাদের ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে।

"ঢাকা রেট্রো" কনসার্টে কাভিশ-এর এক ভিডিও বার্তা প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তাদের পারফরম্যান্স নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনায় এবার যুক্ত হচ্ছে বাস্তবতা, যখন কাভিশ ঢাকার মঞ্চে তাদের যাদুকরী সুর পরিবেশন করবে।

‘কাভিশ’ ব্যান্ডের অন্যতম সদস্য মাজ মওদুদ

ব্লু ব্রিক কমিউনিকেশনস, যারা এর আগে "ঢাকা রেট্রো"-র মতো সফল ইভেন্ট আয়োজন করেছে, এবার "ঢাকা ড্রিমস"-এর মাধ্যমে দর্শকদের জন্য শান্ত, সুরেলা এবং স্মরণীয় দুটি রাত উপহার দিতে প্রস্তুত।

ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেছেন, "আমরা এমন একটি স্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্ট এর আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট ।"

টিকিট পাওয়া যাবে টিকেট ভাই-এ।