পারভেজ খানের ‘মরছি ধুকে ধুকে’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-09 20:55:56

‘তোর প্রেমেরই ট্রেনটা আজো রোজই ছুটে যাচ্ছে/ বুকের ভেতর কষ্ট আমায় লুটেপুটে খাচ্ছে, ভীষণ প্রেমর দিনগুলো সব মিছিল করে বুকে/ তোর নি:শ্বাসে কে মিশে আজ কারে রাখিস সুখে..’ এমন কথায় মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী পারভেজ খানের গান ‘মরছি ধুকে ধুকে’।

গানের কথা লিখেছেন রণক ইকরাম। সুর করেছেন এআর রাব্বি। গানটির সঙ্গীতায়োজন করেছেন দীন ইসলাম শারুখ।

লায়নিক টিমের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন আনভি রনিও, অবনীন শাম্মী ও জুমিয়াত রাজ রিফাত। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

নতুন গান প্রসঙ্গে পারভেজ খান বলেন, ‘প্রথম হিসেবে কেমন করেছি সেটা শ্রোতারাই ভালো বলতে পারবেন। লায়নিককে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আশা করছি আমার গানগুলো শ্রোতারা পছন্দ করবেন।’

 

গানটি লায়নিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি আইটিউনস, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, ডেজারসহ বিশ্বের উল্লেখযোগ্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পেয়েছে।

এদিকে একই ব্যানারে পারভেজ খানের আরও এক ডজন গান রয়েছে মুক্তির অপেক্ষায়।

এ সম্পর্কিত আরও খবর