বন্ধু এন্ড্রু কিশোরের সমাধিস্থলে হানিফ সংকেত

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:11:12

সংগীত যেমন শিল্পীর কাছে একটি সাধনার বিষয়, ঠিক তেমনি শ্রোতার কাছে অভাবনীয় কিছু সংগীত উপহার দেওয়ার মাধ্যমে শ্রোতা তৈরির পেছনেও শিল্পীর ভূমিকা অপরিসীম। আর শ্রোতা তৈরি করার পেছনে একজন সংগীতশিল্পীর যে পরিমাণ অবদান থাকে, সেটি বোধ করি খুব অল্পসংখ্যক সংগীতশিল্পীর ভাগ্যেই জোটে। ঠিক তেমনই একজন শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর


গত বছরের ৬ জুলাই দয়ালের ডাকে সব স্মৃতি পেছনে ফেলে, সবাইকে কাঁদিয়ে অপার অসীমে চলে গিয়েছেন ‘প্লেব্যাক সম্রাট’।


দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। আজ প্রয়াত এই তারকার প্রথম মৃত্যুবার্ষিকী।


কিশোর নেই মনে হলেই ভেতরটা হাহাকার করে উঠে- হানিফ সংকেত


এন্ড্রু কিশোর ও হানিফ সংকেত খুব ভালো বন্ধু ছিলেন এ কথা কারও অজানা নয়। বন্ধুর মৃত্যুবার্ষিকীতে নিজের অফিসিয়াল ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এন্ড্রু কিশোরের সমাধিস্থলে দাঁড়িয়ে রয়েছেন হানিফ সংকেত।

ছবিগুলোর ক্যাপশনে হানিফ সংকেত লিখেছেন, “দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিলো বেশি। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো। অবশেষে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।”


যোগ করে তিনি আরও লিখেছেন, “কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি মানুষের সঙ্গেও প্রাণ খুলে মিশতে পারতো। সবসময় নিজের সুবিধার চাইতে অন্যের সুবিধার দিকেই দৃষ্টি ছিলো তাঁর বেশি। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিলো ইত্যাদি’র প্রায় নিয়মিত সংগীত শিল্পী। কিশোর নেই মনে হলেই ভেতরটা হাহাকার করে উঠে। এন্ড্রু কিশোর ছিলো একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ। যার তুলনা সে নিজেই। কিশোর তাঁর গানের মাধ্যমেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু যেখানে থাকো ভালো থেকো। শান্তিতে থেকো।”

এ সম্পর্কিত আরও খবর