শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শ্রীদেবীর মরদেহ মুম্বাইয়ের সেলিব্রেশন ক্লাবে

, বিনোদন

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 03:26:31

শ্রীদেবীর মরদেহ নিয়ে আসা হয়েছে মুম্বাইয়ের লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয়েছে ক্লাবের দরজা। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। ‘লামহে’ ছবির শুটিং-এর সময়ই শ্রীদেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁর মৃত্যুর পর যেন সব কিছুই যেন সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছে তাঁর প্রিয় রং সাদায়। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও মুড়ে ফেলা হয়েছে সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাকে আসতে। এ দিন সকালে সবচেয়ে আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে যান প্রযোজক-পরিচালক করণ জোহর। এসে পৌঁছেছেন শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুরও। ক্রমশই ভিড় জমছে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছেন অগণিত ভক্ত। রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছেন স্পোর্টস ক্লাবের সামনে। সকাল ৯.১৫ এর দিকে শ্রীদেবীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে মুম্বাইয়ের সেলিব্রশন স্পোর্টস ক্লাবে। তাঁর আত্মার শান্তির জন্য এখানে পরিবারের পক্ষ থেকে পূজা-অর্চনা ও প্রার্থনা সঙ্গীতের আয়োজন করেছে পরিবারের সদস্যরা।এর জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন বলেই নির্ধারিত সময়ের কিছু আগেই এখানে নিয়ে আসা হয় বলিউড ডিভার মরদেহ। এসময় অ্যাম্বুলেন্সের সঙ্গে অন্য গাড়িতে আসেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর, স্বামী বনি কাপুর সহ পরিবারের অন্য আত্মীর স্বজন ও বন্ধু বান্ধবরা। এখানে সকাল ১০টা থেকে শুরু হয়েছে প্রার্থনা সঙ্গীত। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন ফারাহ খান, আদিত্য ঠাকুর সহ ইন্ডাস্ট্রির অন্যান্য কলাকুশলীরা। এখানেই দুপুর ২টো পর্যন্ত শায়িত থাকবে শ্রীদেবী-র মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হবে ভিলে পার্ল শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টের সময় শেষকৃত্য হওয়ার কথা।  

এ সম্পর্কিত আরও খবর