প্রিয় শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানালো আওয়ামী লীগ

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:10:05

প্রয়াত রকস্টার এলআরবির ভোকাল ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা ৩৫ মিনিটে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভন্ন ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন ড. ইনামুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বাংলা টিভি পরিবার, মহানগর (উত্তর) যুব মহিলালীগ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পরিবার।

বিএনপির পক্ষে ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন ভূইয়া শিশির, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস), ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নাট্যকার বদরুল আনাম সৌদ, কন্ঠশিল্পী কুমাড় বিশ্বজিৎ, রবি চৌধুরী, শাফিন আহমেদ অন্যান্যরা।

এর আগে আইয়ুব বাচ্চুর লাশবাহী অ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে সকাল ১০ টা ২৫ মিনিটে শহীদ মিনারে এসে পৌঁছায়।

সম্মিলিত সংস্কৃতিক জোটের ব্যানারে জনপ্রিয় এই তারকা শিল্পীর প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ জাতীয় ঈদগাহে প্রথম জানাজার জন্য নিয়ে যাওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর