ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। পাশাপাশি বিতর্কিতও। আর ‘বিগ বস’ মানেই সঞ্চালনার দায়িত্বে সালমান খান। সবশেষ এই শোয়ের ১৪তম আসরটি সঞ্চালনা করেছেন বলিউডের এই সুপারস্টার।
তবে ‘বিগ বস’র পরবর্তী আসরে দেখা পাওয়া যাবে না সালমান খানের। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন। আর সেই গুঞ্জনই সত্যি হলো।
শুরুতে নতুন এই আসরে সঞ্চালক হিসেবে ‘বিগ বস-১৩’র বিজয়ী সিদ্ধার্থ শুক্লার নাম শোনা গিয়েছিলো। কিন্তু শনিবার বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহরের নামেই সিলমোহর পড়লো।
এদিকে, করণ জোহরকে ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের সঞ্চালক করায় বেশ অসন্তুষ্ট অনেকে। শোয়ের নতুন মৌসুমকে বয়কটের হুমকিও দেওয়া হয়েছে।
এদিকে, সম্প্রতি ‘বিগ বস’-এর আসন্ন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছিলো কিন্তু সালমান খানকেই। সেখানেই জানানো হয়েছিল ৮ আগস্ট থেকে ভুট প্ল্যাটফর্মে দেখা যাবে ‘বিগ বস ওটিটি’।
View this post on Instagram
তাই মনে করা হচ্ছে, শুধুমাত্র ওয়েব দুনিয়ার জন্যই করণকে সঞ্চালক হিসেবে বেছে নেওয়া হয়েছে। টেলিভিশনে ‘বিগ বস ১৫’-র সঞ্চালনা ভাইজানই থাকবেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।