এখনো সমাজ অভিনয় পেশাকে ভালোভাবে নেয় না: অনু

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নবীন অভিনেত্রী নাসরিন অনু  । ছবি: নূর এ আলম

নবীন অভিনেত্রী নাসরিন অনু । ছবি: নূর এ আলম

শোবিজের নবীন মুখ নাসরিন অনু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এখন তিনি টিভি নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত! সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

নাসরিন অনু

কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার?

বিজ্ঞাপন

আমি সদ্য একাডেমিক পড়াশোনা সম্পন্ন করেছি। তাই পড়াশোনার পর পর থিয়েটারের বিভিন্ন গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছি, ভিজ্যুয়াল মিডিয়ায় অভিনয়  করছি। ইতোমধ্যে মধ্যে ভিজুয়াল মিডিয়ায় কিছু কাজ করা হয়েও গেছে। বর্তমানে আমি সালাউদ্দিন লাভলু ভাইয়ার নির্দেশিত 'ফুলকুমার'  নামক ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এর পাশাপাশি বেশ কিছু একক নাটকের কাজও করেছি।

নাসরিন অনু । ছবি: নূর এ আলম

এটাই কি আপনার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক?

বিজ্ঞাপন

না, এটা আমার অভিনীতপ্রথম ধারাবাহিক নাটক নয়। আমি এর আগেও এন টিভির একটি ধারাবাহিক নাটক ' মা বাবা ভাই বোন'  এ অভিনয় করেছি। যেটির পরিচালক ছিলেন হাসান রেজাউল।  

নাসরিন অনু

ধারাবাহিক নাটকের মতো বড় প্রজেক্টে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগটা পেলেন কিভাবে?


এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় নাটকের পরিচালক সালাউদ্দিন লাভলু ভাইকে । কারন তুলনামূলক স্বল্প কাজের অভিজ্ঞতা সত্ত্বেও আমার অভিনয় দক্ষতার উপর আস্থা রেখে তিনি আমাকে  নাটকের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে কাস্টিং  করেছেন। 

নাসরিন অনু । ছবি: নূর এ আলম

শোবিজের জার্নিটা কবে থেকে শুরু হলো?


ছোটবেলা থেকেই আমি বিভিন্ন সাংস্কৃতিক  কর্মকান্ডের সাথে যুক্ত ছিলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ তে অভিনয়, লোকনৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করি। আমার প্রথম অভিনীত টেলিফিল্ম ' নামতা'। এটি ২০১৮ সালে  চ্যানেল আইয়ের সম্প্রচারিত হয়েছিল। পরবর্তীতে বেশ কিছু একক নাটকেও আমি কাজ করেছি। যেহেতু আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভিজ্যুয়াল মিডিয়ায় সময় দেয়া সম্ভব হয়নি। 

নাসরিন অনু । ছবি: নূর এ আলম

থিয়েটার নিয়ে পড়াশোনা সম্পন্ন করার পর ভবিষ্যতে  কি  আপনার  থিয়েটারের সাথে যুক্ত থাকার ইচ্ছা আছে? 


অবশ্যই, অবশ্যই। থিয়েটার  এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ  বিভাগে পড়াশোনার মাধ্যমেই আমি অভিনয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছি এবং সেটি প্রয়োগের সুযোগও পেয়েছি। এজন্য আমি আমার বিভাগের সকল শিক্ষকের প্রতি ঋণী। তাদের প্রত্যেকের অনন্যতা থেকে আমি যা শিখেছি সেটি আমার অভিনয়ের প্রতি ভালোলাগাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তাই যার মাধ্যমে আমার ভিত্তি স্থাপন হয়েছে, সেই থিয়েটারকে তো আমি অবশ্যই আমার জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে যুক্ত রাখতে চাই। আর এই যুক্ত রাখাটা হবে আমার গবেষণার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। 

নাসরিন অনু

এ পর্যন্ত করা কাজের মধ্যে নিজের প্রিয় কোনটি?


অভিনয় বিষয়ক প্রত্যেকটি কাজই তো গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটি অভিনয়ের পেছনেই অক্লান্ত পরিশ্রম থাকে। আমার অভিনীত প্রত্যেকটি নাটকের শ্রদ্ধেয় নির্দেশদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি । আসলে অভিনয় বিষয় প্রত্যেকটি কাজই আমার কাছে প্রিয়।

নাসরিন অনু । ছবি: নূর এ আলম

আপনার ‘নাট্যকলার পড়াশুনা’ আর শোবিজে যে ধাচের কাজ করছেন, দুটি দুই মেরুর। কতোটা উপভোগ করছেন?

প্রথমত, আমি সব ধরনের গল্পেই কাজ করে নিজের দক্ষতাকে যাচাই করতে চাই। যাতে দর্শক থেকে পরিচালক- সবাই বুঝতে পারেন যে আমি সব ধরনের চরিত্রে সাবলিল। সে ক্ষেত্রে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি আমি সততার সঙ্গে অভিনয় করতে চেষ্টা করেছি। একটি দেখেই তো অন্যটিতে ডাক পাচ্ছি।

নাসরিন অনু

আপনার ক্যারিয়ার প্ল্যান কি?


আমার থিয়েটার সংশ্লিষ্ট গবেষণামূলক কাজ করতে ভালো লাগে। থিয়েটার বিষয়ক একাডেমিক কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন পুরোটা সময়ে আমি পড়াশোনাকেই গুরুত্ব দিয়েছি। তাই আমার ক্যারিয়ার প্ল্যান হিসেবে ভবিষ্যতে আমি থিয়েটার নিয়েই থাকতে চাই। এর পাশাপাশি আমি সকল মাধ্যমে অভিনয় করে যেতে চাই।

দ্বিতীয়ত, আমি শোবিজে তুলনামূলক নবীন। আমার কাছে যে কাজগুলো আসছে সেখান থেকেই তো আমাকে সিদ্ধান্ত হতে হবে কোনটা করবো আর কোনটা করবো না। নিজের মতামত, ভালোলাগা-মন্দলাগার ব্যাপারে কথা বলতেও নিজেকে একটা পর্যায়ে যেতে হবে।

নাসরিন অনু । ছবি: নূর এ আলম