শ্রীদেবীর ময়নাতদন্ত সম্পন্ন, শেষকৃত্যানুষ্ঠান সোমবার

, বিনোদন

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 13:42:16

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ময়নাতদন্ত শেষ হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্তের প্রতিবেদন হাতে নিয়ে প্রাইভেটে এয়ারলাইন্সে করে মরদেহ মুম্বাই ফেরত পাঠানো হবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুম্বাই পৌঁছাবে তার মরদেহ। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। শ্রীদেবীর পরিবারের সদস্যরা এক বিবৃতিতে জানান, আমরা যখন যে বিষয়ে জানতে পারবো যথাসময়ে তা আপনাদের জানাবো। ওই বিবৃতিতে তারা আরও জানানো হয়, মরদেহ ঠিকভাবে মুম্বাই পৌঁছালে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সম্পন্ন হবে কিংবদন্তি এই অভিনেত্রীর শেষকৃত্য। আরব আমিরাতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা সবসময় শ্রীদেবীর পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করবো আমরা।’ সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ে সম্পন্ন হবে তার শেষকৃত্য। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এরই মধ্যে ভারতীয় ধনকুবের অনিল আম্বানির একটি প্রাইভেট জেট শ্রীদেবীর মরদেহ দুবাই থেকে আনার জন্য মুম্বাই থেকে রওনা হয়েছে।আগামীকাল দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ মুম্বাই পৌঁছাবে। এদিকে, শেষকৃত্যের জন্য শ্রীদেবীর বাড়িতে ফুল নেওয়া হয়েছে। সে ফুল দিয়েই শেষবারের মতো সাজানো হবে অসংখ্য সুপারহিট ছবির এই নায়িকাকে। জানা গেছে, মুম্বাইয়ের জুহু অথবা সান্টা ক্রুজে এই শেষকৃত্য সম্পন্ন হবে। তবে শেষ পর্যন্ত কোথায় শেষকৃত্য হবে, নিরাপত্তার কারণে তা এখনই ঘোষণা করা হচ্ছে না। এদিকে, প্রিয় তারকাকে শেষবার এক নজর দেখতে তার বাড়ির সামনে ভিড় জমিয়েছে ভক্ত ও অনুসারীরা। এখন শুধু অপেক্ষা শ্রীদেবীর মরদেহের… দুবাইতে ছিলেন অভিনেত্রী। সেখানেই শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বড়সড় হার্ট অ্যাটাক। সব শেষ। মাত্র ৫৪ বছর বয়সে। অভিনেতা ভাইপো মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দুবাইতে গিয়েছিলেন শ্রীদেবী। বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর পরিবার, আত্মীয়স্বজনদের বেশির ভাগই দেশে ফিরে আসেন। শুটিংয়ের জন্য ফিরে এসেছিলেন বড় মেয়ে জাহ্নবিও। স্বামী বনি কপূর আর ছোট মেয়ে খুশিকে নিয়ে থেকে যান শ্রীদেবী। শনিবার রাতে দুবাইয়ের হোটেলে বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ভোররাতে মুম্বাইতে শ্রীদেবীর মৃত্যুর খবর দেন বনি কপূরের ভাই সঞ্জয় কপূর। ঘটনার আকস্মিকতায় তখনও তিনি ভাল ভাবে কথা বলার মতো অবস্থায় নেই। সংবাদমাধ্যমের কাছে সঞ্জয় বলেন, “দুবাইতেই ছিলাম আমি। খবর পেয়ে এখন ফের সেখানেই ফিরে যাচ্ছি। ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এর বেশি কিছু আমিও এখন জানি না।” এর পর রবিবার সকালেই দুবাই চলে যান সঞ্জয়। সেখানে খালিজ টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, “আমরা স্তম্ভিত। ওঁর কোনওরকম হার্টের সমস্যা কখনও ধরা পড়েনি।”

এ সম্পর্কিত আরও খবর