আর্থার রোডের জেলে ঠাঁই হলো শাহরুখ পুত্রের

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:41:33

মাদককাণ্ডে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত। মুম্বাইয়ের আর্থার রোড জেলেই ঠাঁই হলো আরিয়ানের।

শুক্রবার (৮ অক্টোবর) দীর্ঘ সাওয়াল-জবাব পর্ব শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান আরএম নেরলিকার আরিয়ান খানসহ তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করেন।

এর আগে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) এই মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট আরিয়ানসহ অপর আট অভিযুক্তর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেছিলেন।

এদিনও আদালতে আরিয়ানের হয়ে প্রশ্ন করছেন আইনজীবী সতীশ মানেশিন্দে।

এনসিবির হয়ে আদালতে দলিল পেশ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অব ইন্ডিয়া, অনিল সিং।

এনসিবির পক্ষ থেকে জানানো হয় আরিয়ানসহ অপর অভিযুক্তদের জামিনের আবেদন ‘ভুল, অস্পষ্ট এবং গ্রহণযোগ্য নয়।’

অন্যদিকে, আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দের দাবি, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি, তার বিরুদ্ধে শুধুমাত্র মাদক সেবনের অভিযোগ রয়েছে। তাছাড়া যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা এনসিবি উল্লেখ করছে সেটিও মাদক নয় বরং ফুটবল সংক্রান্ত।

মাদককাণ্ডে গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার দুই বন্ধুকে।

ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ১ দিন এনসিবি হেফাজতে রাখা হয়েছিলো তাদের।

গত ৪ অক্টোবর ফের আদালতে তোলা হয় তাদের। আদালত তিন অভিযুক্তকেই ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি’র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

এরপর ৭ অক্টোবর আরও একবার আদালতে তোলা হলে এদিন আরিয়ানের জামিন না মঞ্জুর করা হয়।

এ সম্পর্কিত আরও খবর