ওস্তাদ রশিদ খানকে হত্যার হুমকি

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-30 11:04:01

চাঁদা চেয়ে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খানকে। এ অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তারকৃত দু’জন হলেন শিল্পীর সাবেক গাড়িচালক ও সাবেক অফিস সহকারী।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ি, চাঁদা না দিলে শিল্পীকে গুলি করে মেরে ফেলা হবে, পশ্চিমবঙ্গে তাঁর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে লুকিয়ে আছে সন্ত্রাসীরা, বাড়ি থেকে বের হলেই তাঁকে গুলি করা হবে, বাঁচতে চাইলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে—এভাবেই কদিন আগে মোবাইল ফোনে রশিদ খানের পরিবারকে হুমকি দেওয়া হয়।

জানা যায়, ফোন ধরেছিলেন রশিদ খানের মেয়ে। এমন ঘটনার পর গত ৯ অক্টোবর নেতাজি নগর থানায় অভিযোগ করে শিল্পীর পরিবার। অভিযোগ পাওয়ার পর তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ।

তদন্তে জানা গেছে, ক’দিন আগেই রশিদ খানের গাড়ি চালিয়েছেন দীপক আউলাকা, মাত্র কয়েক মাস কাজ করেছেন ওই অফিস সহকারী। দুজনকেই পরে কাজ থেকে বাদ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাকরিচ্যুত হওয়ার ক্ষোভ থেকেই তাঁরা ফোনে শিল্পীকে হুমকি দিয়েছেন। পরিচয় গোপন করতে মোবাইল নম্বর মাস্কিং করে ফোন করেন তাঁরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁদের সন্ধান পায় কলকাতা পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর