ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন তারা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:59:14

দিল্লির বিজ্ঞানভবনে আজ (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। সেখানেই পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

সম্মননা হাতে ধনুশ

ভারতীয় সিনেমায় বিশাল অবদানের জন্য অনুষ্ঠানে মেগাস্টার রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সেরা অভিনেতার পুরস্কার পান মনোজ বাজেপেয়ী ও ধনুশ।

পুরস্কার গ্রহণ করছেন মনোজ বাজপেয়ী

সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেছেন কঙ্গনা রনৌত। ‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা।

কঙ্গনা রনৌত

এই তালিকায় আরও রয়েছেন-

সেরা ফিচার ফিল্ম - লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি (মালয়ালম)
সেরা অভিনেতা- মনোজ বাজপেয়ী (ভোঁসলে ছবির জন্য-হিন্দি) ও ধনুশ (অসুরান-তামিল)
সেরা অভিনেত্রী- কঙ্গনা রনৌত (মণিকর্ণিকা ও পঙ্গা)
সেরা সহ অভিনেত্রী- পল্লবী জোশি (দ্য তশখন্ত ফাইল-হিন্দি)
সেরা সহ অভিনেতা- বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স-তামিল)

শ্বশুর রজনীকান্তের সঙ্গে ধনুশ

সেরা পরিচালক- সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে)
পরিচালক হিসেবে সেরা অভিষেক ছবি- হেলেন এর জন্য মাথুকুট্টি জেভিয়ার (মালয়ালম)
সেরা শিশু শিল্পী- নাগা বিশাল (কেডি-তামিল)
সেরা হিন্দি ছবি- ছিছোঁড়ে
সেরা বাংলা ছবি- গুমনামি
সেরা পরিচালনা- সুধাংশু সারিয়া (নক নক নক)
সেরা সঙ্গীত পরিচালনা - বিশাখজ্যোতি (ক্রান্তি দর্শী গুরুজি- অ্যাহেড অফ টাইমস)

এ সম্পর্কিত আরও খবর