মঞ্চে দু’দিনব্যাপী ‘রাজা এবং অন্যান্য’

নাট্যশালা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-09-01 14:10:08

মঞ্চে আসছে প্রাচ্যনাটের সাড়া জাগানো নাটক ‘রাজা এবং অন্যান্য’। রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ ও আগামীকাল (২৬ নভেম্বর) সন্ধ্যায় এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বীন্দ্র নাটকের প্রচলিত ধারা ভেঙে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। রবীন্দ্রনাথের ভাষায় ‘আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে।’ অন্যদিকে, বিশ্বজুড়ে যে রাজাদের আধিপত্যবাদ, যুদ্ধ যুদ্ধ খেলা। তার বিপরীতে গিয়ে মনের অন্দরে যে রাজা বসবাস করেন তাকেই যেন অন্বেষণ প্রাচ্যনাটের ‘রাজা এবং অন্যান্য’ নাটকে।

নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২০০৮ সালে। প্রতিটি প্রদর্শনীতেই নিরীক্ষাধর্মী এই নাটকটি বেশ প্রশংসিত হয়েছে।

নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল, রিপন, কলি, রফিক, স্বর্ণা, শ্বেতা, জেম প্রমুখ।

এই নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেনে সাইফুল ইসলাম, পোশাক পরিকল্পনা করেছেনে তৌফিকুল ইসলাম ইমন, সঙ্গীত পরিকল্পনা করছেন কার্তিক, ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার শাওন ও সাইফুল জার্নাল এবং কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন।

অনলাইন টিকেটের জন্য ভিজিট করুন: https://cutt.ly/ITEpF5P

 

 

এ সম্পর্কিত আরও খবর