অন্তর্জালে সাড়া ফেলেছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

সিনেমা, বিনোদন

বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম | 2023-12-13 20:10:34

বড়পর্দায় নয়, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। রুবেল আনুশ পরিচালিত সিনেমাটি সেন্সর বোর্ড কর্তৃক নিষিদ্ধ হলেও অন্তর্জালে দর্শকদের সাড়া পেয়েছে।

একদিনে সিনেমাটির ভিউ লাখের কাছাকাছি পৌঁছেছে। তবে, ইউটিউবে দর্শক কমেন্ট বক্সে অনেকেই চলচ্চিত্রটির সঙ্গে হলিউড কিংবা বলিউডের বিভিন্ন চলচ্চিত্রের ছায়া খুঁজে পাচ্ছেন বলে অভিযোগ করলেও নির্মাতা বলছেন- “গল্পটি অসম প্রেমের গল্পে নির্মিত বলেই এ ধরণের বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গে দর্শক আসলে রিলেট করছে। এ ছাড়া এটি আর কিছু নয়। তবে, যেভাবে দর্শকদের সাড়া পেয়েছি, তা আমরা কেউই আশা করি নি। আমরা দর্শকের কাছে কৃতজ্ঞ।”


সম্প্রতি সেন্সর বোর্ডে ‘প্রেমকাহন’ নামে জমা পড়েছিল। সেখানে বোর্ড সদস্যরা সর্বসাধারণের জন্য সিনেমা হলে প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করে। তবে পরিচালক সে আদেশের বিরুদ্ধে আপিল না করে ইউটিউবে মুক্তি দেন।

কেন ওটিটি প্লাটফর্মগুলো বেছে নেননি নির্মাতা? “আমার কাছে মনে হয়েছে সেন্সর বোর্ডের আদেশের বিরুদ্ধে আপিল করে কোনো লাভ হবে না। আর আমরা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন।”

তবে, ইউটিউবে নিষিদ্ধ ছবিটি রেকর্ড গড়তে যাচ্ছে। মুক্তির ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ছবিটি ৬৫ হাজার ভিউয়ের রেকর্ড গড়েছে। আশা করা হচ্ছে, ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই তা ১ লাখ ভিউয়ের ঘর পেরোবে।

‘প্রেমকাহন’-এর নাম প্রথমে ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। পরে ‘প্রেমকাহন’ নামে সেন্সরে জমা দেওয়া হয়। এখন আবার প্রথম নামে মুক্তি পেয়েছে ইউটিউবে।

ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ছবিটি নিয়ে পজেটিভ নেগেটিভ ভরপুর। তবে বেশিরভাগই পজেটিভ। আলিফ নামে একজন দর্শক লিখেছেন, ‘অসাধারণ লেগেছে মুভিটা, আমাদের দেশে এত সুন্দর মুভি হবে ভাবতেই পারিনি। আগামীতে এরকম আরো হবে এই আশা করছি শুভকামনা রইলো। পরিচালক এবং এর সাথে জড়িত সবার জন্যে।’

মেহেদী হাসান জোয়ার্দার নামে আরেক দর্শক লিখেছেন, ‘আমি যখন ক্লাস সেভেনে পড়তাম,মানে ২০১৪ সাল থেকে এই নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমাটি দেখতে উৎসুক ছিলাম। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ভালোবাসা ও অভিনন্দন টিমের জন্য।’

চলচ্চিত্রটির একটি দৃশ্যে সিমলা

কিছুটা সমালোচনার সুরে তীর্থক আহসান লিখেন, ‘গল্প খুবই ভাল। এক গল্প থেকে আরেক গল্পে সুইচ করাটা খুবই স্মার্ট ছিল। সেন্সরবোর্ড কেটে দেয়া বোল্ড দৃশ্যগুলো কেটে দেয়ার কোন কারণ খুজেঁ পেলাম না। বেশ কিছু জায়গায় ক্যামেরার কাজ ভাল ছিল। কিছু জায়গায় মনে হয়েছে নাটকের ফ্রেমিং। কিন্তু ক্লোজ ট্রিটমেন্ট মূলত না থাকাটা অস্বস্তিকর ছিল। পারফরমারদের ইমোশন, এক্সপ্রেশন কিছুই বোঝা যায়নি। শুভকামনা নবীন এই নির্মাতাকে। আশা করছি আগামীতে আরো ভাল কাজ হবে।’

দর্শকদের এ আলোচনা সমালোচনাকে ভালো দৃষ্টিতে দেখছেন আনুশ। তিনি বলেন, দর্শকরা ভালো মন্দ সমালোচনা করছেন তার মানে তারা ছবিটি দেখছেন। তাদের সমালোচনাগুলো আমাদের সামনে পথ চলায় সহায়ক হবে।

রুবেল আনুশ ২০১৪ সালের আগস্টে শুরু করেছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা, রুমাই নোভিয়া, মামুন, মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান।

ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

 

এ সম্পর্কিত আরও খবর