করোনাভাইরাস মহামারি শুরুর আগে ভারতীয় নির্মাতারা প্রতিবেশী দেশ চীনের প্রেক্ষাগৃহে তাদের নির্মিত ছবি মুক্তি দেওয়ার মাধ্যমে কয়েকশ কোটি টাকার ব্যবসা করেছিলো।
এক্ষেত্রে আমির খান অভিনীত ও নীতেশ তিওয়ারি ‘দঙ্গল’ ছবিটির কথাই ধরে নেওয়া যাক। ২০১৭ সালের ৫ মে চীনের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হয়েছিলো ছবিটি। সে দেশে ছবিটির বক্স অফিসের আয় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলো সকলকে। ১০০০ কোটি রুপি আয় করে নিয়েছিলো ছবিটি। যেখানে ভারতে এর আয় ছিলো ৩শ’ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার রুপি।
আমিরের ‘দঙ্গল’র পর এবার চীনে যে দ্বিতীয় বলিউড ছবি মুক্তি দেওয়া হচ্ছে সেটি হলো ‘ছিছরে’। সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবিটিও পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।
২০২২ সালে ৭ জানুয়ারি চীনের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছরে’। ইতিমধ্যে ছবিটির চীনা ভার্সনে একটি পোস্টারও তৈরি করা হয়েছে।
৫০ কোটি বাজেটে নির্মিত ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে ২শ’ কোটি ১৫ লাখ। এখন দেখার অপেক্ষা নীতেশের ‘দঙ্গল’র মতো তার ‘ছিছরে’ ও চীনের বক্স অফিসে বাজিমাত করতে পারে কিনা।