বড়পর্দায় ফের একবার ধামাকা দেখাতে চলেছেন ‘বাহুবলী’ ছবির নির্মাতা এসএস রাজামৌলি। ২০২২ সালের ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের দুই আইকন রাম চরণ এবং জুনিয়র এনটিআর।
‘ট্রিপল আর’-এ অভিনয়ের মধ্য দিয়ে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রাম চরণ, এনটিআর ও আলিয়ার পাশাপাশি ছবিটিতে আরও রয়েছেন অজয় দেবগণ ও শ্রিয়া স্মরণ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় প্রকাশ পেয়েছে ‘ট্রিপল আর’র ট্রেলার। যেখানে মারকাটারি অ্যাকশনের দৃশ্য, ভিএফএক্স কাজ ছিলো নজরকাড়া। ট্রেলার দেখেই ছবি ঘিরে তৈরি উত্তেজনার পারদ যেন বেড়ে গেল কয়েকগুণ।
ট্রেলার প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই এটি দেখা হয়েছে ৯ লাখের বেশি বার।
৪৫০ কোটি রুপি বাজেটের এই ছবির কাহিনী তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবনকে ঘিরে।
জানা গেছে, মেগা বাজেট এই ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।