‘স্পাইডার-ম্যান’ টম হল্যান্ড এবার কী করবেন?

সিনেমা, বিনোদন

বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-12-26 19:03:13

‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড এখন প্রাক-মধ্যজীবনের সংকটে। অভিনয় চালিয়ে যাবেন কিনা তা নিয়ে ভাবছেন তিনি। এছাড়া নিজের বহুল প্রত্যাশিত ছবি যথাযথভাবে শেষ করতে পারলেন কিনা সেই চাপও কাজ করেছে তার ভেতর। এসব নিয়ে মুখ খুলেছেন তিনি। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সেটে পুরনো ভিলেনদের দেখে কেমন লেগেছে সেই অনুভূতিও জানিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্রিটিশ তরুণ।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে টম হল্যান্ড উল্লেখ করেন, অন্যকিছুতে মন দিতে অভিনয় থেকে সরে যেতে পারেন। নিজের পরবর্তী ক্যারিয়ার নিয়ে অনিশ্চিত তিনি। সেই ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘আমি অভিনেতা হতে চাই কিনা তা জানি না। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শুরু করেছি। এরপর আর কোনও কিছু করা হয়নি। তাই এখন অন্যকিছু ভাবতে ইচ্ছে করে। প্রকৃতপক্ষে, ২৫ বছর বয়সে এসে একরকম প্রাক-মধ্যজীবনের সংকটে ভুগছি বলতে পারেন।’

 

ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চিত হওয়া সত্ত্বেও টম হল্যান্ড গত সপ্তাহে জানিয়েছিলেন, তিনি নাচে ফিরতে চান। শৈশবে লন্ডনের ওয়েস্ট এন্ড মঞ্চে বিলি ইলিয়ট মিউজিক্যাল নৃত্যনাট্যে অভিনয় করেন তিনি। সামনে আমেরিকান অভিনেতা-নৃত্যশিল্পী ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে দেখা যাবে তাকে।

মাকড়সা-মানবকে নিয়ে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের যৌথ নতুন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি হওয়ার সম্ভাবনা জাগিয়েছে এটি। অগ্রিম টিকিট বিক্রিতে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে পেছনে ফেলেছে এই ছবি।


এবারের পর্বেও টম হল্যান্ডের সহশিল্পী জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন ও মারিসা টোমেই। বোনাস হিসেবে ডক্টর স্ট্রেঞ্জের ভূমিকায় আছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ।

‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ যথাযথভাবে শেষ করা প্রসঙ্গে টম হল্যান্ড বলেন, “ব্যাপারটা বেশ চাপের ছিল। দর্শক আমাদের আগের পর্বগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। তবে এবারের চিত্র আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। এটা অনেকটা ‘এন্ডগেম’ স্তরের উত্তেজনার মতো। আমি মনে করি, আমরা দারুণ কাজ করেছি। ভক্তরা নতুন ছবিটি দেখলে সত্যিই আনন্দ পাবে এবং পরিপূর্ণ লাগবে। তবে এর মানে এই নয় যে, চাপ কম থাকবে। আপনারা জানেন, প্রত্যাশা একটু বেশিই এবার।”

টম হল্যান্ড

ভক্তদের অনেকের ধারণা, পুরনো ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুইয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডকে নতুন কিস্তিতে দেখা যেতে পারে। যদিও সনি ও মার্ভেল কোনো পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি। নতুন ছবিতে পুরনো ভিলনদের ফেরার কারণেই এমন ধারণা জন্ম নিয়েছে। যেমন টোবি ম্যাগুইয়ার অভিনীত পর্বগুলোর দুই ভিলেন ডক্টর অক্টোপাস (আলফ্রেড মলিনা) ও গ্রিন গবলিনকে (উইলেম ড্যাফো) দেখা যাবে আবার। এছাড়া অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত ছবির ভিলেন ইলেক্ট্রো (জেমি ফক্স) ফিরছে নতুন কিস্তিতে।

টোবি ম্যাগুইয়ার ও অ্যান্ড্রু গারফিল্ড প্রসঙ্গে মুখে কুলুপ এঁটে রেখেছেন টম হল্যান্ড। তিনি শুধু বলেছেন, ‘ট্রেলারে আমরা দেখেছি কোন কোন ভিলেন ফিরছে। এছাড়া আরও অনেক কিছু আছে যা নিয়ে আমি এখনই বলতে পারবো না।’

শুটিংয়ে পুরনো ভিলেনদের দেখে অভিভূত হয়েছেন টম হল্যান্ড। তার কথায়, ‘তারা আমার শৈশবের সঙ্গী। ছোটবেলায় স্পাইডার-ম্যানকে দেখে সত্যিকারের ভাবতাম। ডক্টর অক্টোপাস, গবলিন ও ইলেক্ট্রোকে প্রথমবার সামনাসামনি দেখে মনে হয়েছে, তারা স্পাইডার-ম্যানকে মেরে ফেলতে চাইতো। এখন আমি স্পাইডার-ম্যান। শুটিংয়ে আমরা একসঙ্গে আনন্দ নিয়ে কাজ করেছি। দারুণ লেগেছে ব্যাপারটা।’


২০১৬ সালে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছিল মাকড়সা-মানব হিসেবে পর্দায় টম হল্যান্ডের প্রথম মিশন। এরপর তিনটি ‘স্পাইডার-ম্যান’ ছবিতে দেখা গেছে তাকে। এছাড়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ অভিনয় করেছেন তিনি। সব মিলিয়ে মাকড়সা-মানবের পোশাক ছয়বার গায়ে জড়িয়েছেন এই সুদর্শন।

টম হল্যান্ড বলেন, ‘অসাধারণ কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে। দারুণ কিছু জায়গায় ঘুরেছি। চমৎকার অনেক কিছু করেছি। স্পাইডার-ম্যানের জন্য সনি ও মারভেল আমাকে যা দিয়েছে তাতে কৃতজ্ঞতা জানালেও কম হবে।’


‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ আগামী ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে। এর দুই দিন পর ছবিটির প্রদর্শনী শুরু হবে যুক্তরাষ্ট্রে।

এ সম্পর্কিত আরও খবর