বঙ্গভঙ্গের বিপ্লবী যুগের নায়িকা হলেন জয়া

সিনেমা, বিনোদন

বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম | 2023-08-26 01:41:44

ফের ১৯৪৭-এর দেশভাগের গল্পে অভিনয় করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশভাগের যন্ত্রণা নিয়ে আকরাম খানের পরিচালনায় ‘খাঁচা’-তে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় বঙ্গভঙ্গের উত্তাল সময়ের গল্পে বিশেষ চরিত্রে জয়া।

বার্তা ২৪.কমকে খবরটি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

জয়া আহসান বলেন, “ঐতিহাসিক ছবি বা ঐতিহাসিক প্রেক্ষাপটে কাজ করতে, আমার মনে হয় যে কোন অভিনেতা-অভিনেত্রীরই ভালো লাগে। তার ভেতরে এরকম একটি আইকনিক চরিত্র, এখানে যে চরিত্রগুলো রয়েছে-যেমন বাঘাযতিন, অরবিন্দ বোস-অর্থ্যাৎ দেশভাগের সময় যে চরিত্রগুলো হিরো, একই সঙ্গে অলক্ষ্যে থাকা কিছু হিরোর কথাও এখানে বলা হয়েছে। তার মধ্যেই একটি চরিত্র আসলে আমি প্লে করবো।”

কেমন জয়ার চরিত্রটি? তিনি বলেন, “বিপ্লবী চরিত্র। বিপ্লবী চরিত্রে আমার এই প্রথম। হ্যাঁ, মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করেছি। বার আরও কাজ এখানেও করেছি, দেশভাগেরও ওপরও কাজ করেছি। কিন্তু বঙ্গভঙ্গের ওপরে এবং এটা বেশ খানিকটা সময় নিয়ে এমনটা করা হয়নি।”

একই নির্মাতার আগের দুটি ছবি ‘ভূতপরী’ ও ‘ওসিডি’তেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ছবি দুটি এখনও মুক্তি পায়নি।

নতুন ছবির নাম ‘কালান্তর - বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। ছবিটির চিত্রনাট্য করেছেন সৌকর্যর স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। গত দেড় বছর ধরে এর জন্য টানা পড়াশোনা করেছেন তারা।

জয়া ছাড়াও এতে আরও থাকছেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়া ইতিহাসের বাঘাযতীন ও অরবিন্দের চরিত্রে থাকবে নতুন মুখ।

চলচ্চিত্রটির শুটিং ১৮ ডিসেম্বর থেকে। ছবিটির টানা শুটিং হবে কলকাতা ও ঝাড়খণ্ডে। 

 

 

এ সম্পর্কিত আরও খবর