এ সপ্তাহের শুরুতে ইসলামাবাদে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন আতিফ আসলাম। কিন্তু কনসার্ট চলাকালীন হঠাৎ সংগীত পরিবেশন বন্ধ করে দেন পাকিস্তানি এই তারকা। কারণ ওই অনুষ্ঠানে আসা এক নারী দর্শককে হেনস্থা করা হচ্ছিল।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একজন নারী কান্না করছেন এবং তাকে সামলাচ্ছেন আতিফ আসলাম। এর কিছুক্ষণ পরই কনসার্ট বাতিল করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মঞ্চ থেকে নেমে যান আতিফ।
এসময় সঞ্চালককে বলতে শোনা যায়, আপনাদের (দর্শক) সকলের কাছে আমাদের অনুরোধ এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে কখনও। কিন্তু ততক্ষণে মঞ্চ থেকে নেমে যান ৩৮ বছর বয়সী এই তারকা।
Someone misbehaved with a girl from crowd and she came to Atif Aslam and he left the concert ❤️. Respect?#AtifAslam #TastePlus pic.twitter.com/IioJyOGoJC
— Bengali Fan Of Atif Aslam (@EmonAadeez) December 12, 2021
শুধু ওই নারী দর্শককে হেনস্থা করা হয়েছে বলেই নয়, আয়োজকরা ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন বলেও কিছুটা নারাজ হয়েছেন আতিফ আসলাম।