হলিউডকেও হারিয়ে দিতে পারে টালিউড প্রতিভা!

সিনেমা, বিনোদন

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-26 00:41:42

অমিতাভ আর শাহরুখ খানের হাত ধরে উদ্বোধন হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, 'আমাদের চলচ্চিত্র বেশ ভাল করছে। সুযোগ পেলে প্রতিভার দিক থেকে হলিউডকেও হারিয়ে দিতে পারে।' 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মূখ্যমন্ত্রী।

মূখ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাংলা সিনেমা নিয়ে গর্বিত। আমি বিশ্বাস করি বাংলা চলচ্চিত্র খুব ভাল করছে এবং সুযোগ পেলে প্রতিভার দিক থেকে হলিউডকেও হারিয়ে দিতে পারে। বাংলা ছবি নির্মাণে খুব বেশি খরচ হয় না কিন্তু তা সত্বেও বাংলা ছবি অনেক প্রতিভার জন্ম দিয়েছে এবং তারা এখনও আছে। মনে রাখতে হবে যে বাংলা শুধু দেশের নয় সারা বিশ্বের সাংস্কৃতিক রাজধানী।’

শনিবার সন্ধ্যায় ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান হয়ে উঠল রীতিমতো চাঁদের হাট। স্টেডিয়াম ভর্তি মানুষের সামনে এই উৎসবের সূচনা করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। পাশে এসময় সেখানে উপস্থিত ছিলেন, অভিনেতা শাহরুখ খান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিনেত্রী জয়া বচ্চন, ওয়াহিদা রহমান, নন্দিতা দাস, ঋতুর্পণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, পরিচালক মহেশ ভাট, গৌতম ঘোষ, ইরানের চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি, অস্ট্রেলিয়ার ছবি নির্মাতা সিমন বেকার সহ একঝাঁক সিনেমা তারকা।

অনুষ্ঠান শুরু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাতে অংশ নেন রশিদ খান, পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার, বিক্রম ঘোষ, ঊষা উত্থুপ, রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র-রা। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত প্রত্যেক অতিথিদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বৈচিত্রকে একসূত্রে গাঁথার কথা বলেন শাহরুখ খান। উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ অভিনীত ‘জিরো’ ছবিটির ট্রেলর প্রদর্শনের জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়। শাহরুখের সেই অনুরোধ মেনে সেই ছবিটির এক ঝলক দেখানো হয়।

পরে বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন ‘প্রতিবছরই এই দিনটা ফিরে আসে এবং চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত আমাদের মতো মানুষদের মনে একটা তরঙ্গ এসে পড়ে।’

অমিতাভ বচ্চন বাংলা ও ভারতীয় সিনেমার চালচ্চিত্র ব্যাখ্যা করার পাশাপাশি চলচ্চিত্রে নেপথ্য নায়কদের স্মরণ করেন। তাঁর অভিমত ‘ভাল ছবি তৈরি করলেই হবে না, তা সংরক্ষণও করতে হবে। তা না করলে অনেক ভাল ছবি হারিয়ে যাবে। সিনেমার কোন সীমারেখা হয় না।’

এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গত কয়েকবছর ধরে তাকে দাওয়াত দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন ‘আমি মূখ্যমন্ত্রীকে বারবার বলেছি যে ডাকবেন না, আর নতুন কিছু বলার বাকি নেই। কিন্তু মূখ্যমন্ত্রী কথাই শোনেন না। তাই আবার এসেছি। এই কথটা এর আগে ইংরেজিতে বলেছি, কিন্তু এবার বাংলায় বলছি।

একসময় মূখ্যমন্ত্রীকে উদ্যেশ্য করে তিনি বলেন ‘মমতা দি, আশা করি এবার বুঝবেন..বুঝবেন না..আর পারবো না মা রক্ষা করুন।’

যদিও মূখ্যমন্ত্রী তার এই অনুরোধ ফিরিয়ে দিয়ে বলেন আগামী বছর উৎসবের রজতজয়ন্তী বর্ষ। তাই আপনাদের উপস্থিতি আরও বেশি কাম্য। আপনারা না থাকলে আমরা এভাবে অনুষ্ঠানকে এগিয়ে নিতে যেতে পারবো না।’

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। বিশেষ ফোকাস কান্ট্রি তিউনিশিয়া। আট দিনের এই উৎসবে ৭০ টি দেশের ১৭১ টি পূর্ণ দৈর্ঘ্য ছবি, ৯৬ টি স্বল্প দৈর্ঘ্য ও ৫৪ টি তথ্যচিত্র দেখানো হবে। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্রসদনরে পাশাপাশি কলকাতা, হাওড়া ও দমদমের ১৬ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে উৎসবের ছবি।

বাংলা সিনেমার ‘শতবর্ষ’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ছবি হিসাবে এদিন দেখানো হচ্ছে উত্তমকুমার ও তনুজা অভিনীত বাংলা ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গী’। বাংলা সিনেমার মতো এবছর অস্ট্রেলিয়ান ছবিরও শতবর্ষ। সেই হিসাবে এবার অস্ট্রেলিয়া থেকেও এসেছেন একটি প্রতিনিধি দল। 

মোট তিনটি প্রতিযোগিতা বিভাগ থাকছে এবারের উৎসবে-তা হল আন্তর্জাতিক ছবি, এশিয়ান ছবি ও ভারতীয় ভাষার ছবির প্রতিযোগিতা।

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা বিদেশি ছবির জন্য আর্থিক পুরস্কার হিসাবে থাকছে ৫১ লাখ রুপি ও গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি। সেরা বিদেশি পরিচালক পাবেন ২১ লাখ ও গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি। ভারতীয় ভাষার ছবির প্রতিযোগিতায় সেরা ছবিকে ৭ লাখ রুপি ও হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও সেরা পরিচালক পাবেন ৫ লাখ রুপি। তাছাড়া সেরা এশিয়ান ছবির জন্য নেটপ্যাক অ্যাওয়ার্ড তো আছেই।

সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি ও সেরা তথ্যচিত্র পাবে যথাক্রমে ৫ ও ৩ লাখ রুপি আর্থিক পুরস্কার।

এ সম্পর্কিত আরও খবর