৪ মার্চ আসছে অমিতাভের ‘ঝান্ড’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 08:56:23

মারাঠি চলচ্চিত্র নির্মাতা নাগরাজ মাঞ্জুলের পরিচালিত ‘ঝান্ড’ ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। নতুন সেই ছবির মুক্তির তারিখই ঘোষণা করলেন বিগ বি।

বুধবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আসন্ন ছবি ‘ঝান্ড’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করে বলিউডের এই মেগাস্টার জানান, ‘আমাদের দলের সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যান। আগামী ৪ মার্চ আমরা আসছি আপনাদের কাছের সিনেমা হলগুলোতে।’

করোনাভাইরাসের কারণে গত দুই বছরে একাধিকবার পিছিয়েছে ‘ঝান্ড’ ছবির মুক্তি। শোনা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। তবে পরে সিদ্ধান্ত নেয়া হয় হলে মুক্তি দেয়া হবে।

অমিতাভ বচ্চনের নতুন ছবিটির পোস্টার শেয়ার ও মুক্তির তারিখ ঘোষণার পর তাতে রীতিমতো লাইক কমেন্টের বন্যা বয়ে গেছে।

বাবার নতুন ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শ্বেতা নন্দা বচ্চন লিখেছেন, ‘অবশেষে।’ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দা লিখেছেন, ‘ওহহ।’

ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ফুটবল প্রশিক্ষক বিজয় বারসের চরিত্রে। পথের শিশুদের নিয়ে এক স্বপ্নের দল গড়ার কথা ভাবেন এই প্রশিক্ষক।

‘ঝান্ড’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে অমিতাভের ‘ব্রহ্মাস্ত্র’। এতে আরও রয়েছেন দক্ষিণী তারকা নাগার্জুনা, আলিয়া ভাট ও রণবীর কাপুর। 

এ সম্পর্কিত আরও খবর