‘গোলাম মামুন’-এর মতো কাজ আগে করিনি : সাবিলা নূর



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

  • Font increase
  • Font Decrease

ওটিটিতে একের পর এক সফল কাজ উপহার দিয়ে চলেছেন নির্মাতা শিহাব শাহীন। সেই নির্মাতার ঈদুল আযহা উপলক্ষ্যে নির্মিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিরিজটি এরইমধ্যে (গত ১৩ জুন) হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই সিরিজ ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

‘গোলাম মামুন’ চলছে হইচইতে। সিরিজটি নিয়ে কিছু বলুন...


প্রতি ঈদে চেষ্টা করি দর্শককে ভিন্ন ধাচের কাজ উপহার দেওয়ার। এবার ঈদে ‘গোলাম মামুন’ তেমনি একটি কাজ। এটি আমার অভিনয় ক্যারিয়ারে সত্যিই একটি ভিন্নরকম কাজ। আমি নাটক করার ক্ষেত্রেই আজকাল বাচ-বিচার করি। আর ওটিটিতে কাজের সময় সেটা আরও অনেক গুরুত্বের সঙ্গে করি। নাটকে যে ধরনের চরিত্র বা গল্পে কাজ করি সে ধরনের কাজ ওটিটিতেও করব এটা আমি চাই না, কারণ ওটিটিতে দর্শক টাকা খরচ করে কনটেন্ট দেখেন।

সেদিক থেকে বলতে গেলে, নাটকে আমি এখন পর্যন্ত কোন পুলিশ অফিসারের চরিত্রে কাজ করিনি। ‘গোলাম মামুন’ সিরিজেই প্রথমবার পুলিশের চরিত্রে কাজ করেছি। তাই এই কাজটির প্রতি আমার আলাদা এক ধরনের টান কাজ করেছে। তাছাড়া শিহাব শাহীনের মতো নির্মাতার সঙ্গে তো বরাবরই কাজ করতে চাই। কারণ তার নির্মাণে আমি একাধিক সফল নাটকে অভিনয় করেছি। অপূর্ব ভাইয়ার সঙ্গেও তো অনেক কাজের অভিজ্ঞতা আছে। ওটিটিতে এটাই তাদের সঙ্গে প্রথম কাজ। এক ধরনের চ্যালেঞ্জ ছিল কাজটির মধ্যে। এক ধরনের চমকও রয়েছে। সিরিজটি তো এখন দর্শকের জন্য উন্মুক্ত হয়েই গেছে। সবাইকে দেখার আমন্ত্রন জানাচ্ছি।

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

‘গোলাম মামুন’-এর সাড়া কেমন পাচ্ছেন?


মুক্তির পর অন্তর্জালে দারুণ প্রশংসা কুড়াচ্ছে সিরিজটি, খুব ভালো সাড়া পাচ্ছি। গল্প, নির্মাণ এবং অভিনয়ের প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক। আমাকে ভিন্নভাবে উপস্থাপন করানোর জন্য অনেকেই অভনয়ের প্রশংসা করছেন।

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

গণমাধ্যমে এসেছে, এই সিরিজে অপূর্বর নায়িকা শার্লিন ফারজানা। তাহলে আপনি কি করছে এখানে?


আসলে যদি কেউ এ কথা বলে থাকেন তাহলে সেটি ভুল তথ্য! কারণ এখানে গোলাম মামুনের কোন নায়িকা নেই। আসলে সিরিজের গল্পটাই এমন যে নায়ক-নায়িকা থাকার দরকার নেই, সবাই যার যার চরিত্র প্লে করেছেন।

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

অনেকেই ওটিটিতে কাজ করছেন বলে টিভি নাটক থেকে একদম দূরে সরে যাচ্ছেন। আপনাকেও কি এবারের ঈদে কোন নাটকে দেখা যাবে না?


একদমই আমার ক্ষেত্রে তেমনটি ঘটেনি। আমি নাটকের মেয়ে, নাটক থেকেই দর্শক আমাকে আপন করে নিয়েছেন। ফলে নাটক আমি ছাড়ার প্রশ্নই নেই। আমার কথা হলো, যে মাধ্যমে ভালো গল্প ও চরিত্র পাবো, সেই মাধ্যমেই কাজ করবো। এবার ঈদেও তাই করেছি। গোলাম মামুন-এর শুটিং আগেভাগে শেষ হওয়ায় আমি ঈদের বেশকিছু নাটক করার সুযোগ পেয়েছি। তারমধ্যে একটি নাটকের কথা এরইমধ্যে অনেকে জেনে ফেলেছেন। নাটকটির নাম ‘প্রিন্সেস ডায়না’। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। পার্থ শেখ নামে একজন নতুন অভিনেতার বিপরীতে কাজ করেছি এই নাটকে। এছাড়া পার্থর সঙ্গে ইমরাউল রাফাতের আরেকটি নাটকে অভিনয় করেছি। ‘সুতো’ নামের সেই নাটকে ইরেশ যাকেরও অভিনয় করেছেন।

জুনায়েদ বোগদাদির সঙ্গে এস আই মজুমদারের একটি নাটক করেছি, নাম ‘দ্বিতীয় আলো’। আবু হুরায়রা তানভীরের সঙ্গে করেছি ‘অর্ধাঙ্গীনি’ নামের একটি নাটক। গুণী অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে এর আগে আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ ওয়েব সিরিজে ভাই বোনের চরিত্রে কাজ করেছিলাম। তবে এবারই প্রথম নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছি একটি নাটকে। পরিচালনা করেছেন রাজীব পিয়ালের এই নাটকটির নাম ‘মাকড়শা’।

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

‘প্রিন্সেস ডায়না’ নাটকের অভিজ্ঞতা কেমন?


এ নাটকে আমি যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে কাজ করেছি। ছোটবেলা থেকেই নাচ করে আসছি। অভিনয়ের পাশাপাশি এখনো মঞ্চে নাচটা নিয়মিত করি। তবে যাত্রাপালার এই নাচ আমার জন্য নতুন অভিজ্ঞতা। এটি একটু ভিন্ন আঙ্গিকের নাচ। তারপরও নাচ জানা হিসেবে নতুন নাচের এই মুদ্রা আমাকে বাড়তি সুবিধা দিয়েছে। চরিত্রটির মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। বাস্তবে আমাদের সমাজে যাত্রাপালার নৃত্যশিল্পী বা নর্তকীর প্রতি গ্রাম্য প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি থাকে। তারা এই সব নারীকে ভোগবিলাসে ব্যবহার করতে চান। নাটকেও প্রিন্সেস ডায়ানার প্রতি সেই দৃষ্টিভঙ্গি প্রভাবশালীদের আছে। কাজটি করতে এসে নতুন কিছু শিখতে পরেছি। এ ধরনের নতুন গল্পে, নতুন চরিত্রে কাজটি করতে ভালোই লাগছে। নাটকটি চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের কথা রয়েছে।

সাবিলা নূর / পোশাক : ট্রেন্ড মার্ট; ছবি : শেখ সাদী

নায়ক ছাড়া একটি নাটক করেছেন শুনলাম। সেটি নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই...


মুরসালিন শুভর পরিচালনায় ওই নাটকটির নাম ‘রাত বাকী’। শুটিং করেছি ময়মনসিংহের কবি নজরুল বিশ^বিদ্যালয়ে। শুধু তাই নয়, আমাদের কাস্ট এন্ড ক্রু সবই ছিল ওই বিশ^বিদ্যালয়ের নাট্যকলার শিক্ষার্থীরা। তারা তো সবাই একাডেমিকভাবে কাজটি শিখেছে। ফলে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। আমার তো ভীষণ ভালোলেগেছে এমন তরুণ সব মেধাবীদের সঙ্গে কাজ করতে পেরে। ভবিষ্যতে তাদের সঙ্গে আরও কাজ করতে চাই। ৪০ মিনিটের এই নাটকটি আবর্তিত হয়েছে আমার চরিত্রকে কেন্দ্র করে। সেখানে কোন পুরুষ প্রোটাগনিস্ট নেই। আশা করছি কাজটি যারা দেখবেন, তাদের ভাবনায় নতুন মাত্রা যোগ হবে।

   

ভক্তদের চাহিদা কতোটা পূরণ করলো মিলার ‘টোনা টুনি’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘টানা টুনি’ মিউজিক ভিডিওতে মিলা

‘টানা টুনি’ মিউজিক ভিডিওতে মিলা

  • Font increase
  • Font Decrease

ঈদ উপলক্ষ্যে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। ‘টোনা টুনি’ নামের গানটিতে যেন সেই এক দশক আগের মিলাকে পাওয়া গেলো। না, শুধু গানের আমেজই নয়, গানটির ভিডিওটি দেখলে বোঝা যাবে এই গানের শুটিংও করা হয়েছে অনেক বছর আগে। কারণ, ‘টোনা টুনি’ মিউজিক ভিডিওতে যে মিলাকে দেখা যাচ্ছে তার সঙ্গে বর্তমানের মিলার চেহারার কোন মিল নেই। এই মিলা সেই ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ কিংবা ‘বাপুরাম শাপুড়ে’র সময়কার মিলা!

গত ১৫ জুন জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে ‘টোনা টুনি’ গানের ভিডিও। মুক্তির আগে গানটি নিয়ে দারুণ আশাবাদী ছিলেন মিলা। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘নতুন গান আসছে ঈদে। আমি খুবই এক্সাইটেড। গানটি যেন হিট হয় সেটাই চাওয়া।’

‘টানা টুনি’ মিউজিক ভিডিওতে মিলা

মিলা তার ভেরিয়ায়েড ফেসবুকে গানের লিংক শেয়ার দিয়েছেন। তাতে ভিউ হয়েছে প্রায় দেড় মিলিয়ন। আর জি সিরিজের ইউটিউব চ্যানেল গানটির ভিউ ৭০ হাজারের কাছাকাছি। গানটি খুব বেশি শ্রোতার কাছে না পৌঁছালেও অনেকেই এই গানে পুরনো মিলাকে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

সমালোচনাও যে আসেনি না কিন্তু নয়! অনেকে লিখেছেন, এই সময়ে এসে এতো আগের একটি গান প্রকাশ করাটা বেমানান। ভিডিওতেও নেই যত্নের ছাপ!

‘টানা টুনি’ মিউজিক ভিডিওতে মিলা ও মডেল অমি

মিলা বহুবার নিজেকে প্রমাণ করেছেন। অ্যালবাম যুগে তিনি ছিলেন অন্যতম চাহিদাসম্পন্ন শিল্পী। মিলা ফিউশন ও লোকধারার গানও গেয়ে থাকেন। মিলা মানেই স্টেজ শো’র প্রধান আকর্ষণ। তাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়। 

নতুন গানটি নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায়। এরপর অসংখ্য বার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।’

‘টানা টুনি’ মিউজিক ভিডিওতে মিলা

মিলা বলেন, ‘‘ভক্তদের চাহিদায় ‘টোনা টুনি’ গানটি নিয়ে হাজির হয়েছি। তবে এমন আইটেম গানে আর কখনো হাজির হবো না। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।’

মিলা আরও বলেন, ‘‘টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং পারফর্ম ভালো করবে এমন ১০ জনের সঙ্গে আমি পারফর্ম করব। ‘টোনা টুনি’ গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ড্যান্সার না তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এতটুকু বলতে পারি বিভিন্ন উৎসব মাতানোর মতো একটি গান হয়েছে। গানটি দিয়ে মঞ্চ মাতানোর অপেক্ষায় আছি।’’

‘টানা টুনি’ মিউজিক ভিডিওতে মিলা

মিলা বলেন, ‘বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে। আর সেটা হতে দিতে চাই না। কারণ আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। স্টেজ শোর ধারবাহিকতা অব্যাহত থাকবে। তাছাড়া নতুন গানের কাজও করা আছে। নতুন বছর কয়েকটি গান নিজের মনের মতো করে প্রকাশ করতে চাই।’

;

‘তুফান’-এর সমালোচনায় কাকে হুমকি দিলেন রাফী!



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
রায়হান রাফী; ‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী

রায়হান রাফী; ‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী

  • Font increase
  • Font Decrease

ঈদুল আযহায় মুক্তি পেয়েছে ব্যবসাসফল নির্মাতা রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান-মিমি চক্রবর্তী-চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘তুফান’। ছবিটি দেখতে দর্শক হলমূখী হচ্ছে এই চিত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

তবে ছবিটি নিয়ে নেতিবাচক রিভিউ কিংবা ঈদের অন্য ছবির প্রযোজক পরিচালকের নেতিবাচক মন্তব্যও রয়েছে। ঈদে মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল ফেসবুকে ইঙ্গিতপূর্ণ ভিডিও বার্তা পোস্ট করেছেন। অনেকেই মনে করছেন তিনি তুফানকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন। এবার এ প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন ‘তুফান’-এর নির্মাতা রায়হান রাফী।

রায়হান রাফী

তিনি বলেন, ‘‘পরাণ’ বাদে আমার অন্য কোনো সিনেমার সময় এগ্রেসিভ মার্কেটিং করিনি। এখনও চাচ্ছি না কারো নাম ধরে ছোট করতে। আপনারা সিনিয়র ডিরেক্টর, ভালো মানুষ। আপনারাও কাজ করে যান। আপনার সিনেমার একটা দর্শক নাই হলে। মাল্টিপ্লেক্সগুলো বিপদে পড়ে আপনার সিনেমা চালাচ্ছে। আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলছেন। আমি রাফী অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। যারা ডিরেক্টর তারা জানে তুফানের মত সিনেমা বানানো কত ডিফিকাল্ট। দর্শক তাদের ভালো লাগা খারাপ লাগা বলুক। কিন্তু অন্য কোনো প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ কথা বললে আমি এমন কথা বলবো যে আপনারা লজ্জায় আর সিনেমাই বানাতে পারবেন না। সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করে বলবেন।’

‘তুফান’ সিনেমার ‘উরাধুরা’ গানে প্রীতম, শাকিব খান, মিমি চক্রবর্তী ও রায়হান রাফী

রায়হান রাফী আরও বলেন, ‘যারা উস্কানিমূলক কথা বলছে তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, তাদের কোন সিনেমাটি হিট হয়েছে? সে-ই অন্যের সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে। যার সিনেমা দর্শক দেখে না তার অন্যের সিনেমা নিয়ে কমেন্ট করার অধিকার নেই। বিনোদন সাংবাদিকদের বলব, তাদের কমেন্ট আপনারা নেবেন না। কারণ তারা চায় এ ধরনের আজেবাজে মন্তব্য করে ভাইরাল হতে! তারা চিন্তা করে উল্টা পাল্টা কিছু বলব, আর ভাইরাল হয়ে যাবো! তাদের ভাইরাল আপনারা করেছেন। তবে আমি এ ধরনের ভাইরাল মানুষদের কথা শুনি না। আমি তাদের কথা শুনব যাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। যার সিনেমা একদিনও হলে চলে না তার কথার উত্তর আমি কেন দেব? সে তো চায় আমি তার কথা উত্তর দিই। কিন্তু আমি তার সেই চাওয়া পূরণ করবো না।’

রায়হান রাফী

যারা সোশ্যাল মিডিয়ায় তুফান-এর নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে রায়হান রাফী বলেন, ‘‘যারা এ ধরনের কাজ করছে তাদের আমি ধন্যবাদ দিতে চাই। কারণ তারা বিনা পয়সায় আমাদের সিনেমার প্রচার করছেন। তারা যতো ‘তুফান’ নিয়ে কথা বলবে ততো বেশি মানুষের কাছে তুফান-এর নাম পৌঁছবে। ঈদের আগে তারা এ ধরনের প্রচারণা করেছে, কিন্তু দর্শক ‘তুফান’ উৎসাহ নিয়ে দেখছে। আপনারা আরো প্রচারণা করুন, তাহলে আরও দর্শক হলে আসবে ‘তুফান’ দেখতে। আপনাদের প্রচারণার জন্যই দর্শক ‘তুফান’-এর টিকিট পাচ্ছে না।’’

;

বেবি বাম্প নিয়ে সিনেমার প্রচারে, তবুও প্রশ্নবিদ্ধ দীপিকা!



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
দীপিকার যে বেবি বাম্প দেখা যাচ্ছে সেটি হতে পারে ফেক!

দীপিকার যে বেবি বাম্প দেখা যাচ্ছে সেটি হতে পারে ফেক!

  • Font increase
  • Font Decrease

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনের মা হওয়ার খবর সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ খবরটি বিশ্বাস করতে চাননি! অবশেষে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসেন এই প্রখ্যাত তারকা। একাধিকবার বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুম্বাইয়ে স্বামী রণবীরের সঙ্গে ভোট দিতে আসার সময়ই দীপিকার বেবি বাম্প দেখা গিয়েছিল। তবে এবার নিজের প্রতিক্ষীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির এক ইভেন্টে বেবি বাম্প নিয়ে হাজির হন দীপিকা। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় দীপিকা সেই ছবিও পোস্ট করেন। তাতে দেখা যায় কালো রঙের লং পোশাকে দীপিকা। আর সেখানেই তিনি তার বেবি বাম্পে হাত দিয়ে পোজ দিয়েছেন। মুখে একগাল হাসি। অন্য ছবিতে শুধুমাত্র তার বেবি বাম্পকে হাইলাইট করা হয়েছে। এই ছবি পোস্ট করে দীপিকা ক্যাপশনে লেখেন, ‘ব্যস, যথেষ্ট। আমার এখন খিদে পেয়েছে।’ আর তাতেই শুভেচ্ছা বার্তা লিখে পাঠাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির ইভেন্টে দীপিকা, প্রভাস ও অমিতাভ বচ্চন

দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করে নেওয়ার পরেও শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন তার নতুন ছবির। সেই সময়ে স্পষ্ট ছিল না তার বেবি বাম্প। অনেকেই সেই সময়ে মনে করেছিলেন, সম্ভবত সারোগেসি পদ্ধতির মাধ্যমে দীপিকার সন্তান পৃথিবীতে আসছে। এমনকি বেবি বাম্প দেখার পরও অনেকে দীপিকার মাতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। শুধু নেটিজেন নয়, ড. গৌরী আগারওয়াল নামে একজন চিকিৎসকও সাংবাদিক শুভঙ্কর মিশ্র’র জনপ্রিয় হিন্দি পডকাস্টে বলিউডে সারোগেসি’র প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে তুলে এনেছেন দীপিকার প্রসঙ্গ!

উপস্থাপক শুভঙ্কর তাকে প্রশ্ন করেন, রণবীর কাপুর আর আলিয়া ভাটের কন্যা রাহাও কী তাহলে সারোগেসির মাধ্যমে হয়েছে? ড. গৌরী আগারওয়াল বলেন, এখন আর সেটি বলা যাচ্ছে না। কারণ তাদের কন্যা সন্তান হয়েছে। সারোগেসি হলে অবশ্যই সন্তানটি পুত্র হতো!

দীপিকার যে বেবি বাম্প দেখা যাচ্ছে সেটি হতে পারে ফেক!

এরপর উপস্থাপক দীপিকার বেবি বাম্পের বিষয়টি সামনে আনলে সেই চিকিৎসক বলেন, দীপিকার বিষয়টি সময়ই বলে দেবে। তার যে বেবি বাম্প দেখা যাচ্ছে সেটি হতে পারে ফেক!

প্রসঙ্গত, দীপিকা ও রণবীর ফেব্রুয়ারিতেই ঘোষণা করেন যে তারা দুই থেকে তিন হতে চলেছেন। চলতি বছরের সেপ্টেম্বরেই তাদের প্রথম সন্তান আসতে চলেছে। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে হয় দীপিকা-রণবীরের। বিয়ের ৬ বছর পর তাদের জীবনে নতুন অতিথি আসছে। মা হতে চলেছেন তিনি, নিজের খেয়াল রাখার সঙ্গে সঙ্গে বজায় রাখছেন কাজও। পরিচালক নাগ অশ্বিনীর কল্কি ছবিতে দেখা যাবে দীপিকাকে। সায়েন্স ফিকশন এই ছবিতে দেখা যাবে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, রানা ডাগুবাতি, দিশা পাটানিসহ একাধিক তারকাকে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির ইভেন্টে বেবি বাম্প নিয়ে হাজির হন দীপিকা

;

শাকিব খানের বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
শাকিব খান ও অপু বিশ্বাস / ছবি : ফেসবুক

শাকিব খান ও অপু বিশ্বাস / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

কিছুদিন আগেই সুপারস্টার শাকিব খানের নতুন বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া ভালোই ব্যস্ত ছিল। একাধিক গণমাধ্যমে খবর আসে, শাকিব খানকে তার পরিবার আবারও বিয়ে দেবেন শিগগিরই। শুধু তাই নয়, পাত্রী নাকি একজন চিকিৎসক।

এরপর তো একাধিক চিকিৎসক পাত্রী নিজেদের সঙ্গে শাকিব খানের নাম জুড়ে দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেন! তবে এখন সেই আলোচনা মোটামুটি স্থগিত আছে। এখন বরং শাকিব খান আলোচনায় তার ঈদের সিনেমা ‘তুফান’ নিয়ে। এই ছবির মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে শোনা যাচ্ছে, ‘তুফান’-এর টিকিট পাওয়া যাচ্ছে না, অন্যদিকে যারা দেখেছেন তাদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক রিভিউ দিয়েছেন।

অপু বিশ্বাস / ছবি : ফেসবুক

অবাক করা বিষয় হলো, শাকিব খানকে নিয়ে উঠে আসা যে কোন প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তার দুই সন্তানের মা অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে। কিন্তু তার নতুন বিয়ের ব্যাপারে একেবারেই কোন কথা বলেননি এই দুই নায়িকা। অবশেষে মৌনতা ভাঙলেন অপু বিশ্বাস। ঈদের আড্ডা অনুষ্ঠানে অভিনেতা সজলের সঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলে হাজির হন অপু। সেখানে সজলের বিয়ে প্রসঙ্গে কথা উঠলে অপু বেশ খুনসুটিতে মেতে ওঠেন!

এক পর্যায়ে শাকিব খানের নতুন বিয়ের বিষয়ে অপুকে মন্তব্য করতে বলা হলে তিনি উপস্থাপককে বলেন, ‘শাকিবের বিয়ের বিষয়টি তো আমার মুখ থেকে আসেনি। এটা এসেছে অন্য কারও মুখ থেকে। ফলে এটা নিয়ে তারাই ভালো মন্তব্য করতে পারবেন। যেহেতু একটি অন্য কারও মন্তব্য সেহেতু এটি নিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।’

অপু বিশ্বাস / ছবি : ফেসবুক

অপু সেই অনুষ্ঠানে নিজের বিতর্ক নিয়েও কথা বলেন। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে এতো ধরনের আলোচনা-সমালোচনা, ট্রল, বিতর্ক তিনি কিভাবে সামলান জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘নেগেটিভিটি মানেই আকর্ষন। এজন্যই সবাই নেতিবাচক কোন বিষয় পেলে সেটি নিয়ে বেশি মাতামাতি করে। কিন্তু আমি ক্যামেরার সামনেই বিনোদন সাংবাদিকদের ধন্যবাদ দিতে চাই। আমি জীবনে তাদের জন্য কিছুই করতে পারিনি। তারপরও তারা আমাকে অত্যন্ত পছন্দ করেন। ফলে তারা আমার বিষয়গুলো যত্নের সঙ্গে ডিল করেন। আর আমি নিজে যে কোন পরিস্থিতিতেই সত্যের পক্ষে থাকি। কেউ আমাকে নিয়ে অযথা বিতর্ক ছড়ালেও আমি পাত্তা দেই না, আর কেউ আমাকে অতিরিক্ত প্রশংসা করলেও খুশি হই না। আমি আমার ট্রাকে চলি। কেউ কনফিউসড করার চেষ্টা করলে সেখানে একদম চুপ হয়ে যাই।’

অপু বিশ্বাস / ছবি : ফেসবুক

অপু কেন সিনেমা করছেন না এমন প্রশ্নের উত্তরে এই নায়িকা বলেন, ‘প্রতিটি মানুষ একটি নতুন বছর কিভাবে সাজাবে সেটি মাথায় রাখে। যদিও সব সময় পরিকল্পনা অনুযায়ি কাজ করা যায় না। তারপরও বেসিক কিছু পরিকল্পনা তো থেকেই যায়। আমি সেই পরিকল্পনা অনুযায়ি চলছি। আমি জানি কখন আমি কি করবো, কখন নতুন সিনেমার শুটিং শুরু করব। বাকীটা তো প্রকাশ্যে আসার পর সবাই দেখতেই পাবেন।’

;