৪০ কোটির সোনার গাউনে উর্বশী

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 16:04:15

আরব ফ্যাশন উইকে শো স্টপার হয়ে হাঁটলেন উর্বশী রাউতেলা। যেখানে বলিউডের এই সুন্দরীর পরা স্বর্ণ ও হীরা দিয়ে তৈরি সোনালি রঙা গাউনটি রীতিমত চোখ ধাঁধিয়েছে নেটিজেনেদের।


উর্বশী রাউতেলা প্রথম ভারতীয়, যিনি দু’বার আরব ফ্যাশন উইকে যোগদান করেছেন। তবে এই ফ্যাশন আসরে সবচেয়ে বেশি নজর কেড়েছে উর্বশীর গাউন।


মণিমুক্তোখচিত বিশেষ এই গাউনের দাম শুনলে যে কারও চোখ কপালে উঠবে। আরব ফ্যাশন উইকে সোনালি হাই থাই স্লিট গাউন পরেছিলেন এই বলি ডিভা। হীরা দিয়ে তৈরি এই গাউন পরে বোল্ড অবতারে ধরা দিয়েছিলেন তিনি।


উর্বশীর এই গাউন মহারানি ‘ক্লিওপেট্রা’ দ্বারা অনুপ্রাণিত। এই গাউনের মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ কোটি টাকা।


২৭ বছর বয়সী এই অভিনেত্রী মাথার অলংকার আর গাউনটি ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার ফার্নে ওয়ান আমানতো।

এ সম্পর্কিত আরও খবর