করোনা আক্রান্ত জয়া বচ্চন

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:46:43

বচ্চন পরিবারে ফের করোনার থাবা। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জয়া বচ্চন।

জানা গেছে, পাঁচ দিন আগে কোভিডে আক্রান্ত হয়েছেন জয়া বচ্চন। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অমিতাভ বচ্চন ঘরণী।

করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং করছিলেন জয়া বচ্চন। কিন্তু বর্ষীয়ান এই তারকা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে স্থগিত হয়ে গেল ছবিটির শুটিং।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এ জয়া বচ্চন ছাড়াও রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি।

এদিকে, দিন কয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শাবানা আজমিও। বলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রীও চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর