একসময় নিজের গানের তালে সকলকে নাচিয়েছিলেন যিনি, আজ তিনি কাঁদালেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে চিরঘুমের দেশে পাড়ি জমালেন বাপ্পি লাহিড়ী।
একমাস ধরে অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ী। গত বছর করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। শরীর কিছুটা সুস্থ হওয়ায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু মঙ্গলবার ফের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৯ বছর বয়সী এই তারকা।
হাসপাতালে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন বাপ্পি লাহিড়ী। আর এটিই ছিলো প্রয়াত এই তারকার শেষ পোস্ট।
নিজের একটা সাদা-কালো ছবি দিয়েছিলেন। তরুণ বয়সের বাপ্পিকে দেখে সেই সময় প্রশংসা করেছিল ভক্তরা। ছবিটির ক্যাপশনে বাপ্পি লিখেছিলেন, ‘ওল্ড ইজ অলওয়েজ গোল্ড’।