করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলি খান। জনপ্রিয় এই সংগীতশিল্পীর টিমের পক্ষ থেকে টুইটারে একটি পোস্ট করে এই খবর নিশ্চিত করা হয়েছে।
ওই পোস্টে জানানো হয়, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি মিউজিক্যাল সুফি নাইটের দিন পিছিয়ে দেওয়া হল। কারণ রাহাত ফাতেহ আলি খান করোনা আক্রান্ত হয়েছেন। ২০২২ এর ১২ মার্চ অনুষ্ঠিত হবে সুফি নাইট। সকলের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
জানা গেছে, কিছুদিন আগে দুবাইতে যান রাহাত ফাতেহ আলি খান। পাকিস্তানে তার কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও, দুবাইতে করোনা পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে।
সুফি সংগীত গেয়ে বিশ্বব্যপী শ্রোতার মন জয় করে নিয়েছেন রাহাত ফাতেহ আলি খান। এছাড়়াও তার গলায় কাওয়ালি, গজল মুগ্ধ করে সকলকে। বলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। কোক স্টুডিও পাকিস্তানের চারটি সিজনেও দেখা গিয়েছে তাকে। ‘এমটিভি আনপ্লাগড’, ‘ছোটে উস্তাদ’-র মতো টিভি শো-র বিচারকের ভূমিকাতেও থেকেছিলেন। কোক স্টুডিয়োয় তার গাওয়া ‘আফরিন আফরিন’ ইউটিউবের মোস্ট ভিউড গানগুলোর মধ্যে অন্যতম।