মালায়ালাম অভিনেত্রী কেপিএসি ললিতা আর নেই

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 00:24:39

ফের নক্ষত্র পতন বিনোদন দুনিয়ায়। না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান অভিনেত্রী কেপিএসি ললিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন ললিতা। তাছাড়া গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন মালায়ালাম এই অভিনেত্রী। পরে গত ২১ ফেব্রুয়ারি রাতে ত্রিপুনিথুরায় নিজের ছেলের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বহুমুখী প্রতিভার জন্য পরিচিত ছিলেন কেপিএসি ললিতা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ললিতা তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন কেরালা পিপলস আর্টস ক্লাবের (কেপিএসি) সঙ্গে একজন থিয়েটার শিল্পী হিসেবে। সেখানে তাঁর নাম দেওয়া হয় ললিতা। সেই থেকে তাঁর নামের আগে কেপিএসি বসে যায়।

১৯৬৯ সালে কে এস সেথুমাধবন পরিচালিত 'কুট্টুকুডুম্বাম' দিয়ে অভিনয় জগতে পা রাখেন ললিতা।

ললিতা কেরালা সঙ্গীত নাটক অ্য়াকাডেমির চেয়ারপার্সনও ছিলেন।

ব্যক্তিজীবনে মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা ভারথানকে বিবাহ করেছিলেন কেপিএসি ললিতা। ১৯৯৮ সালে প্রয়াত ভারথান।

এ সম্পর্কিত আরও খবর