ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে সম্প্রতি অগ্রসর হয় রাশিয়ার সাঁজোয়া যানের বহর। এরপর প্রতিদিনই শুনছি যুদ্ধের খবর। এমন এক কঠিন সময়কে ঘিরে যুদ্ধ-বিরোধী গান করেন অভিনেতা আনন্দ খালেদ।
গানটি সুরও করেছেন আনন্দ খালেদ নিজেই। তাঁর লেখা এ গানের লাইন হচ্ছে- যুক্তি আছে পুতিনের কথায় / যুক্তি আছে ইউক্রেনের /রাজায় রাজায় কত কথা বলে. সুন্দর যুক্তি দিয়ে /মোসাহেবরা হাততালি দেয় , আর জোরে জোরে হাসে /কেউ দেখে না সাধারণ মানুষের কষ্টের ছবিগুলা / যুদ্ধ চাই না , শান্তি চাই ... শান্তি চাই ... শান্তি চাই ...।
আনন্দ খালেদের গানটি প্রকাশের পর বেশ সাড়াও পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতা আনন্দ খালেদ বলেন, “পেন্সিল, কালচারাল ক্লাসিসিস্ট, বিডি গট ট্যালেন্টসহ বিভিন্ন অনলাইন গ্রুপে খুব ভাল রেসপন্স পাচ্ছি গানটা।”
গান প্রকাশ করলেও অভিনয়টা বেশ ভালোই চালিয়ে যাচ্ছেন আনন্দ খালেদ। শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ এরপর অনন্য মামুনের পরিচালনায় কাজ শেষ করেছেন ‘অমানুষ’ চলচ্চিত্রের। বর্তমানে বেশ কয়েকটি নাটকের অভিনয় নিয়েও ব্যস্ততা যাচ্ছে আনন্দ খালেদের।