ভেঙে গেলো রাকেশ-শামিতার প্রেম

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:17:51

‘বিগ বস’র প্রতিযোগী ছিলেন রাকেশ বাপাট ও শামিতা শেঠি। সেখান থেকেই শুরু হয়েছিলো তাদের প্রেম কাহিনী।

‘বিগ বস’র ঘর থেকে বেরিয়ে চর্চায় ছিলেন রাকেশ-শামিতা। বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিলো তাদের।

এখানেই শেষ নয়, প্রেমিকার পরিবারকে সঙ্গে নিয়ে তার জন্মদিন উপযাপন করেছিলেন রাকেশ।

কিন্তু খুব বেশিদিন টিকলো না রাকেশ-শামিতার সম্পর্ক। প্রেমের পাট চুটিয়ে ফেললেন এই তারকা জুটি।

এ প্রসঙ্গে রাকেশ বাপাটের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ‘তাদের মধ্যকার কোন কিছুই ভালোভাবে চলছিলো না। অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। তাই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

এ সম্পর্কিত আরও খবর