‘রঙিন সিরাজউদ্দৌলা’র বিদায়ে তারকাদের শোক
গতকাল রোববার রাতে অভিমান নিয়েই চলে গেলেন ঢাকাই চলচ্চিত্রের রঙিন সিরাজউদ্দৌলা’খ্যাত প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র। আজ সোমবার জোহরের নামাজের পর এফডিসিতে তার প্রথম জানাজা হয়েছে। এরপর চ্যানেল আইয়ে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে খ্যাতিমান এ অভিনেতাকে।
গত ৪ তারিখ কিংবদন্তি চিত্রনায়িকা অঞ্জনা রহমান চলে যাওয়ার শোক ভুলতে না ভুলতেই প্রবীর মিত্রের চলে যাওয়ার শোকে মূহ্যমান হয়ে পড়েছে শোবিজ অঙ্গন। শেষ বিদায়ে জনপ্রিয় তারকারা ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেতাকে-
ঢালিউড সুপারস্টার শাকিব খান বরাবরের মতোই সংক্ষিপ্ত কথায় লিখেছেন, ‘যেখানে থাকুন, শান্তিতে থাকুন।’
ঢালিউড কুইন শাবনূর তার ফ্যান পেজে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। ফুসফুসে জটিলতাসহ বেশকিছু সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন তিনি। তার সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। সিনেমাতে আমাদের দুজনের মধ্যে দারুণ বোঝাপাড়া ছিলো। সেই চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- তুমি আমার, স্বপ্নের ঠিকানা, মহামিলন, চাওয়া থেকে পাওয়া, রঙ্গীন বিনি সুতার মালা, রঙ্গীন রসের বাঈদানী, বিয়ের ফুল, এই মন চায় যে, তোমার জন্য পাগল, মন ছুঁয়েছে মন, এবাদত, দুই নয়নের আলো, বউ শ্বাশুড়ীর যুদ্ধ, ফুলের মত বউ, জিদ্দি বউ, ঘর জামাই, গোলাপী এখন বিলেতে, তুমি আমার স্বামী, মন বসেনা পড়ার টেবিলে, স্বামী নিয়ে যুদ্ধ, টিপ টিপ বৃষ্টি, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, ভাইয়ের শত্রু ভাই, ভাইয়া, দুঃখিনী জোহরা ইত্যাদি।’
খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই! কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন! স্রষ্টা তাকে ক্ষমা করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার কাছে দোয়ার দরখাস্ত, আমাদের সকলের প্রিয় প্রবীর মিত্র দাদার জন্য।’
প্রখ্যাত চিত্রনায়িকা অরুণা বিশ্বাস লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র অনন্তলোকে যাত্রা, প্রণাম হে গুণী।’
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অঞ্জনা ও প্রবীর মিত্রের ছবি একসঙ্গে পোস্ট করে লিখেছেন, ‘বিদায় শিল্পীরা.. যাত্রা শুভ হোক.. আত্মার শান্তি কামনা করি..’
জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘আপনি বেঁচে থাকবেন আজীবন আমাদের হৃদয়ে..।’
অভিনেতা ও শিল্পী সমিতির নেতা ডিএ তায়েব লিখেছেন, ‘আজ আমরা আরো একজন নক্ষত্র হারালাম।’
মডেল-অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করছি। বিনম্র শ্রদ্ধা।’
ঢাকা অ্যাটাক’খ্যাত চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন লিখেছেন, ‘গত কয়েক দিনে আমি টানা মৃত্য সংবাদ শুনে যাচ্ছি। প্রথমত আমার মামাত ছোট ভাই বাপী, এরপর পশ্চিমবঙ্গের পরিচালক আমাদের শুভানুধ্যায়ী অরুণ রায়, সংগীত পরিচালক অম্লান চক্রবর্তীর বাবা আমার গুরুজন, চিত্রনায়িকা অঞ্জনা। আজ পেলাম খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের প্রয়াণ সংবাদ। প্রবীর মিত্র স্যার ওপারে ভাল থাকবেন। যাদের খবর শুনেছি তারা সবাই কোন না কোনভাবে অসুস্থ ছিলেন। কিন্তু মারা যাবার শরীর খারাপ তাদের ছিল না। আমরা এখন আসলে অসুস্থ হলে আর সারভাইভ করতে পারছেনব না। আমাদের সবাইকে সাবধান হতে হবে। আমি আর কোন মৃত্যুর সংবাদ শুনতে চাই না।’
নির্মাতা ও পরিচালক সমিতির নেতা এসএ হক অলিক লিখেছেন, ‘গত পরশু চলে গেলেন অঞ্জনা আপা, আজকে প্রবীরদা। পরপারে ভালো থাকবেন। এই শূন্যস্থান পূরণ হবার নয়।’
পরিচালক গোলাম সোহরাব দোদুল লিখেছেন, ‘বিদায় কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র।’
অভিনেতা সাজু খাদেম লিখেছেন, ‘বিদায় হে গুণী অভিনেতা।’
নির্মাতা বুলবুল বিশ্বাস লিখেছেন, ‘প্রবীর মিত্র। যার নামই মিত্র, করো শত্রু হবেন কী করে! ছোটবেলায় বিটিভির পর্দায় শুক্রবারের সিনেমার টাইটেল কার্ডে যার নামটা দেখলেই মনটা তৃপ্তিতে ভরে উঠতো, উনিও আজ মনটাকে ভারাক্রান্ত করে চলে গেলেন পরপারে।’
চিত্রনায়িকা কেয়া লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন।’
সঙ্গীতপরিচালক রিপন খান লিখেছেন ‘কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই!’
মডেল সৈয়দ রুমা লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও’।
তরুণ চিত্রনায়িকা অধরা খান লিখেছেন, ‘তার আত্মা শান্তি পাক।’
আরেক নায়িকা বিপাশা কবির লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র (মুসলিম নাম হাসান ইমাম) আর নেই। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।’
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত লিখেছেন, ‘চিরশান্তিতে থাকুন..’