ঢাকায় লিওনার্দো ডিক্যাপ্রিও প্রযোজিত ‘রবিন হুড’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-14 08:38:55

অ্যাপিয়ান ওয়ে প্রোডাকশন্স নামে হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিওর একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে। নিজের প্রযোজিত বেশিরভাগ ছবিতে তিনি অভিনয় করেন। তবে এবার শুধুই প্রযোজক হিসেবে কাজ করেছেন ৪৪ বছর বয়সী এই মার্কিন তারকা।

ডিক্যাপ্রিওর প্রযোজনায় বড় পর্দায় ফিরছে প্রতিবাদী তরুণ রবিন হুড। লোককাহিনির জনপ্রিয় এই চরিত্রকে আট বছর পর আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের নতুন ছবির নাম ‘রবিন হুড’। আগামীকাল শুক্রবার ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে এটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রেক্ষাগৃহে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

অটো বাথার্স্ট পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন টেরন এগারটন, জেমি ফক্স, বেন মেন্ডেলসোন, ইভ হিউসন, টিম মিনচিন ও জেমি ডরন্যান। লায়ন্সগেটের পরিবেশনায় যুক্তরাষ্ট্রে ২১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘রবিনহুড’।

গরিবের বন্ধু রবিন হুডের গল্প নিয়ে হলিউডে প্রথম ছবি মুক্তি পায় ১৯০৮ সালে। এর নাম ছিল ‘রবিন হুড অ্যান্ড হিজ মেরি মেন’। সবশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া ‘রবিনহুড’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অস্কারজয়ী রাসেল ক্রো।

এ সম্পর্কিত আরও খবর