প্রথমবার মেয়েকে নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 23:19:08

সারোগেসি পদ্ধতির মাধ্যমে এ বছরের জানুয়ারিতে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এখনও পর্যন্ত মেয়েকে প্রকাশ্যে আনেনি এই তারকা দম্পতি।

সম্প্রতি লিলি সিংয়ের বই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সেখানেই নিজের মেয়েকে নিয়ে কথা বলেছেন বলিউড ও হলিউডের এই অভিনেত্রী।

একইসঙ্গে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজের মেয়ের জন্য কেমন অভিভাবক হতে চান।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “এখন একজন নতুন অভিভাবক হিসেবে, আমি ভাবতে থাকি যে, আমি কখনই আমার ইচ্ছা, ভয়, আমার লালন-পালন আমার সন্তানের ওপর চাপিয়ে দেব না। আমি সবসময় বিশ্বাস করি যে শিশুরা আপনার মাধ্যমে আসে আপনার থেকে নয়। এমন কোন বিশ্বাস নেই যে আমার সন্তান এবং আমি সবকিছুকে রূপ দেব। তারা আপনার মাধ্যমে আসে তাদের নিজস্ব জীবন খুঁজে পেতে।”

গত জানুয়ারি নিক-প্রিয়াঙ্কা ঘরে তাদের কন্যা সন্তান এলেও এখনও পর্যন্ত নাতনির মুখটি দেখার সুযোগ হয়নি মধু চোপড়ার।

সম্প্রতি পাপারাজ্জিদের এক প্রশ্নের জবাবে মধু চোপড়া জানিয়েছেন, চোপড়া ও জোনাস পরিবারের নতুন এই অতিথির নাম এখনও ঠিক করা হয়নি।

 

এ সম্পর্কিত আরও খবর