আজ রণবীর কাপুর ও আলিয়া ভাটের চার হাত এক হতে যাচ্ছে, অর্থাৎ বিয়ের বন্ধনে জড়াতে যাচ্ছেন এই তারকা জুটি। রণবীরের মা নীতু কাপুর তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনেকটা ছোটখাটো আয়োজনের মধ্য দিয়েই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছেন রণবীর-আলিয়া। কেননা শত শত অতিথি নয়, মাত্র ৪০ থেকে ৫০ জনকে নিয়েই হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠানটি।
এদিকে, বিয়েতে এতো কম সংখ্যক অতিথি থাকায় অনেকেই ধারণা করেছিলেন এই তারকা জুটি হয়তো জমকালো রিসেপশনের আয়োজন করবেন। কিন্তু জানা গেলো সেটিও হচ্ছে না।
রণবীর-আলিয়ার বিয়ের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজেন্দ্র সিং। তিনিই এই বিষয়টি নিশ্চিত করেছেন। কারণ তারা এমন কোন পরিকল্পনা করেননি।”
রাজেন্দ্র সিং জানান, “রিসেপশন তো নেই-ই। এমন কিছুই হবে না।
বুধবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে রণবীর-আলিয়ার হলুদ ও মেহেদী অনুষ্ঠান।